জাতীয়

যাত্রাবাড়ী ও পুরান ঢাকায় ৬ ককটেল বিস্ফোরণ

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ-হরতালে রাজধানীর যাত্রাবাড়ী ও পুরান ঢাকায় ৬ ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কের খানকা মসজিদের সামনে ৪টি এবং পুরান ঢাকায় জজকোর্টের সামনের রাস্তায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।যাত্রাবাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনায় মো. জসিম মিয়া (২৫) নামে এক রিকশা চালক আহত হয়েছেন। চারটি ককটেল বিস্ফোরণে পায়ে আঘাত পেয়ে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন ঢামেক ক্যাম্প পুলিশ ইনচার্জ মোজাম্মেল হক।অপরদিকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে পুরান ঢাকায় জজকোর্টের সামনের রাস্তায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে, হঠাৎ ককটেল বিস্ফোরণে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে ওই এলাকায় তল্লাশি চালালেও কাউকে গ্রেফতার করতে পারেনি।জেইউ/বিএ/আরআইপি

Advertisement