নিউজিল্যান্ডের বর্ষসেরা ক্রীড়াবিদ হলেন, কিউইদের ওডিআই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। ১৯৯১ সালে মার্টিন ক্রোর পর এবারই প্রথম কোন ক্রিকেটার এমন কৃতী গড়লেন।ম্যাককালামের নেতৃত্বে গেলো বছরটি দারুণ কাটিয়েছে নিউজিল্যান্ড দল। ২০১৪ সালে ৯ টেস্টের ৫ টিতেই জয় নিয়ে জাতীয় রেকর্ড গড়েছে কিউইরা। টেস্টের পাশাপাশি ওয়ানডেতেও দল ছিল দুর্দান্ত। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে হোয়াইটওয়াশ ও পাকিস্তানের বিপক্ষে ৩-২ ব্যবধানে সিরিজ জয় করে ম্যাককালাম বাহিনী।ব্যক্তিগত পারফরম্যান্সেও ম্যাককালাম ছিলেন তুঙ্গে। টেস্টে ৭২.৭৫ গড়ে ১১৬৪ রান করেছেন তিনি। যা এক পঞ্জিকা বর্ষে কিউইদের মধ্যে সর্বোচ্চ। এ বছর বিশ্বের শীর্ষ ১০ টেস্ট ব্যাটসম্যানের মধ্যে সবচেয়ে কম ইনিংস খেলেও বছরের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন ম্যাককালাম। এছাড়া প্রথম কিউই ব্যাটসম্যান হিসেবে ট্রিপল সেঞ্চুরির রেকর্ডও ব্ল্যাক ক্যাপদের অধিনায়ক গড়েছেন এ বছরই।এআরএস/এমএস
Advertisement