অ্যাপল ওয়াচের প্রতিদ্বন্দ্বী সেবা আনছে বিখ্যাত সুইস ঘড়ি নির্মাতা কোম্পানি সোয়াচ। অবিশ্বাস্য হলেও সত্যি, প্রতিষ্ঠানটির ‘স্মার্টসোয়াচ’ নামের স্মার্টঘড়িতে কোনো চার্জ লাগবে না। চলতি বছরের এপ্রিলের মধ্যে স্মার্টসোয়াচ বাজারে পাওয়া যাবে বলে জানিয়েছেন এসওয়াচের প্রধান নির্বাহী নিক হায়েক। খবর সিলিকন রিপাবলিক।চলতি বছরের এপ্রিলে বাজারে আসতে পারে অ্যাপল ওয়াচ। অ্যাপলের স্মার্টওয়াচকে টেক্কা দিতে একই সময় চার্জিং সুবিধা ছাড়াই চলতে পারে, এমন স্মার্টওয়াচ বাজারে ছাড়ার পরিকল্পনা করেছে সোয়াচ।ডিভাইসটির বিষয়ে নিক হায়েক বলেছেন, স্মার্টফোনের সঙ্গে এনএফসি প্রযুক্তির সাহায্যে যুক্ত থাকবে এ স্মার্টওয়াচ। এটি অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ ফোন সমর্থন করবে। এসওয়াচের তৈরি ঘড়িটিতে কী কী ফিচার থাকবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এটি নিশ্চিত যে, ইন্টারনেট সুবিধার এ পরিধেয় প্রযুক্তিপণ্য চার্জ দেয়ার ঝামেলায় যেতে হবে না।বাজার বিশ্লেষকরাও স্মার্টএসওয়াচের এ ফিচারকেই বড় ধরনের অগ্রগতি হিসেবে দেখছেন। এতে স্মার্টওয়াচ-সংশ্লিষ্ট বিশেষ প্রযুক্তির দীর্ঘস্থায়ী ব্যাটারি থাকতে পারে। এসওয়াচের আরেকটি ব্র্যান্ড হচ্ছে টিসোট; যা ১৯৯৯ সাল থেকেই টাচস্ক্রিন সুবিধার ঘড়ি তৈরি করে আসছে।অ্যাপলের সঙ্গে শুধু স্মার্টওয়াচেই নয়, অনলাইন পেমেন্ট সিস্টেম অ্যাপল পের সঙ্গেও প্রতিদ্বন্দ্বিতায় যেতে চায় সোয়াচ। এরই মধ্যে সুইজারল্যান্ডের দুটি বৃহত্তম রিটেইলারের সঙ্গে আলোচনা শুরু করেছে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সব মিলিয়ে চলতি বছরের এপ্রিল-মে মাস পরিধেয় প্রযুক্তিপণ্যের জন্য গুরুত্বপূর্ণ সময় বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।এআরএস/এমএস
Advertisement