দেশজুড়ে

কুমিল্লায় ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার

কুমিল্লা জেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত ইয়াবাগুলোর বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার বৌয়ারা বাজার সীমান্ত এলাকায় থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। কুমিল্লা-১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জাগোনিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৌয়ারা বাজার সীমান্ত এলাকা অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বুধবার রাত ১টার দিকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য তিন কোটি টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলো বৃহস্পতিবার দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে জমা করা হবে বলে তিনি জানান।  বিএ/এমএস

Advertisement