দেশজুড়ে

নারায়ণগঞ্জে পেট্রলবোমাসহ আটক ২

নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার লামাপাড়া এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডে পেট্রলবোমাসহ রফিকুল ইসলাম (৩৮) ও গাজী (৩২) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১১টার দিকে তাদের আটক করা হয়। ফতুল্লা মডেল থানার সহকারি উপপরিদর্শক (এএসআই) ফরিদা খানম এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।তিনি জানান, লামাপাড়ার স্টেডিয়াম এলাকায় রাত ১১টার দিকে ওই দুই যুবক একটি মোটরসাইকেলে করে ঘোরাঘুরি করছিলেন। পুলিশের সন্দেহ হলে তাদের থামতে সংকেত দেওয়া হয়।এ সময় দুই যুবক তাদের সঙ্গে থাকা দুটি ব্যাগ সড়কের পাশের ডোবার দিকে ছুড়ে মারেন। পরে তাদের আটক করা হয়।তিনি আরও জানান, দুটি ব্যাগের মধ্যে একটি ডোবায় পড়লেও আরেকটি পড়েনি। এর ভেতর থেকে দুটি পেট্রলবোমা উদ্ধার করা হয়। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি মামলা হয়েছে।বিএ/আরআইপি

Advertisement