আন্তর্জাতিক

আইএস দমনে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে জোরালো সামরিক অভিযানে নামতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ জন্য দেশটির পার্লামেন্ট কংগ্রেসের কাছে অনুমতি চেয়ে বুধবার একটি প্রস্তাবনা পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। ওই প্রস্তাবনায় আইএসকে যুক্তরাষ্ট্রের মাতৃভূমির জন্য চরম হুমকি বলে উল্লেখ করেন ওবামা। এতে আইএসের বিরুদ্ধে জোরালো বিমান হামলার পাশাপাশি স্থল সামরিক অভিযান চালানোর কথা বলা হয়েছে। তিন বছর ধরে ওই অভিযান চালানো হবে। এর কোনো গণ্ডি থাকবে না। তবে ২০১৬ সালে নির্বাচনের পর নতুন প্রেসিডেন্টের অধীনে ওই অভিযান শুরু হবে বলে জানানো হয়।যদিও ইরাক, সিরিয়া ও আফগানিস্তানব্যাপী বিশাল ওই দীর্ঘমেয়াদী অভিযান চালানোর পরিকল্পনার ব্যাপারে প্রশ্ন তুলেছেন দেশটির আইনপ্রণেতারা। এতে প্রচুর অর্থের ক্ষয় ও মার্কিন নাগরিকদের জীবনকে আরো হুমকির মধ্যে ফেলবে বলে দাবি করেন তারা। ওবামা বলেন, তিনি ইরাক ও সিরিয়ায় আইএসের বিরুদ্ধে জোরালো স্থল সামরিক অভিযানের পাশাপাশি সীমিত আকারে অন্যান্য কার্যক্রম পরিচালনার ব্যাপারে তিনি বেশ নমনীয়। অন্যান্য কার্যক্রমের মধ্যে দ্রুত উদ্ধার মিশন, গোয়েন্দা তথ্যসংগ্রহ ও বিশেষ কমান্ডো অভিযানও রয়েছে।এআরএস/এমএস

Advertisement