‘উৎস প্রকাশন-অমর একুশে গ্রন্থমেলা সেরা রিপোর্টিং পুরস্কার ২০১৪’ পেয়েছেন দৈনিক সমকালের সংস্কৃতিবিষয়ক নিজস্ব প্রতিবেদক এসএম মুন্না মিয়া (এস এম মুন্না)। বাংলা একাডেমি প্রাঙ্গণে বৃহস্পতিবার বিকেল ৫টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এ পুরস্কার তুলে দেবেন।উৎস প্রকাশনের স্বত্বাধিকারী মোস্তফা সেলিম জানান, বইমেলাবিষয়ক রিপোর্টিংয়ে গুণগত উৎকর্ষতাকে পৃষ্ঠপোষকতার লক্ষ্যে এ পুরস্কারের প্রবর্তন করেছে পুস্তক প্রকাশনা সংস্থা ‘উৎস প্রকাশন’। জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি হাসান শাহরিয়ারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের বিচারক কমিটি বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে গ্রন্থমেলা ২০১৪-এর সেরা রিপোর্টারের নাম মনোনীত করেন।এসএম মুন্না গ্রন্থমেলার ২০১৪-এর প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত গ্রন্থমেলার নানা কার্যক্রম মাঠপর্যায়ে ছাড়াও বিষয়ভিত্তিক বিশেষ প্রতিবেদন করেন। এর মধ্যে রয়েছে- প্রয়াত কথাশিল্পী হুমায়ূন আহমেদকে নিয়ে লেখা ‘খোলা জানালায় হুমায়ূন’, শিশুদের নিয়ে ‘চাই শিশুতোষ মৌলিক রচনা’, লিটল ম্যাগ নিয়ে ‘ছোট্ট ডানায় ধরি অপার আকাশ’, সাপ্তাহিক ছুটির দিনের বিশেষ আয়োজন ‘ছুটির দিনে জনস্রোত’, পয়লা ফাল্গুনে ‘বসন্ত জাগ্রত দ্বারে’, একদিন মেলার শেষ হওয়ার আগ মুহূর্তে সর্বশেষ হঠাৎ বৃষ্টি নামলে তার আপডেট দিয়ে ‘হঠাৎ বৃষ্টিতে উদ্বেগ’, একুশে ফেব্রুয়ারির দিন, তার পরের দিনসহ বেশ কয়েকটি লেখা।এআরএস/এমএস
Advertisement