ক্যাম্পাস

জাবির ৫ ছাত্র সাময়িক বহিস্কার

প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক ও সহকারি প্রক্টর শিকদার মো. জুলকার নাইনকে মারধরের ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৫ ছাত্রকে সাময়িক বহিস্কার করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট । বুধবার রাতে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।সাময়িক বহিস্কৃতরা হল রিয়াদ, সনেট, মাফি, সুমন ও ত্বকি। প্রত্যেকেই মার্কেটিং বিভাগের ছাত্র বলে জানা গেছে। এ ঘটনায় প্রো-ভিসি অধ্যাপক আবুল হোসেনকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।উল্লেখ্য, কিছু দিন পূর্বে উপাচার্যের বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িতদের জিজ্ঞাসাবাদের জন্য সহকারী প্রক্টর ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জুলকার নাইন মার্কেটিং বিভাগে যান। দীর্ঘ দিন পরে বুধবার মার্কেটিং বিভাগের ছাত্র রিয়াদ সেমিস্টার পরীক্ষা দিতে ক্যাম্পাসে আসে। বিকেল পৌনে চারটার শিক্ষক জুলকার নাইন রিয়াদকে কিছু দিন পূর্বে ভিসির বাস ভবনের সামনে ঘটে যাওয়া বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে শিক্ষকের নাকে আঘাত করে রিয়াদ। এ সময় ওই শিক্ষকের নাক দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে আহত শিক্ষককে জাবি হাসপাতালে চিকিৎসা দেওয়ার পরে বাসায় পাঠিয়ে দেওয়া হয়।এ বিষয়ে সিদ্ধান্ত নিতে রাতে ডাকা হয় জরুরি সিন্ডিকেট সভা। এ ঘটনায় ছাত্রদলকর্মী রিয়াদ ও সনেট নামের দুই ছাত্রকে পুলিশে দেয় জাবি প্রশাসন। তবে জাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইদ ভুঁইয়া ও সভাপতি জাকির হোসেন দাবি করেছেন, নির্দিষ্ট কোনো কারণ ছাড়াই তাদেরকে পুলিশে দেওয়া হয়েছে। তাদের শিক্ষা জীবন হুমকির মুখে ফেলার জন্যই ছাত্রলীগের নির্দেশে এ ষড়যন্ত্র।এ বিষয়ে জাবি প্রক্টর তপন কুমার বলেন, প্রক্টরিয়াল বডির সদস্যকে মারধরের ঘটনায় অভিযুক্ত ৫ ছাত্রের নাম ডিসিপ্লিনিয়ারি বোর্ডে আলোচনা হয়েছে। বোর্ডের সিদ্ধান্ত সিন্ডিকেট সভায় পাঠানো হয়েছিল। সিন্ডিকেট সভায় তা পুনরায় আলোচনা করে অভিযুক্ত ৫ ছাত্রকে সাময়িক বহিস্কার করা হয়েছে।বিএ/আরআইপি

Advertisement