গতবার খেলেছেন করাসি কিংসের হয়ে। প্রথম ম্যাচে অলরাউন্ড নৈপুণ্যে করাচিকে জিতিয়েছিলেন সাকিব আল হাসান। এরপর থেকেই তিনি নিষ্প্রভ। বল হাতে যেমন ব্যর্থ, তেমনি ব্যাট হাতেও। করাচি কিংসও পুরো টুর্নামেন্টে জিতেছে মাত্র দুটি ম্যাচে। ৫ দলের মধ্যে হয়েছে চতুর্থ।এবার আর করাচি কিংস দলে রাখেনি সাকিব আল হাসানকে। সুযোগ পেয়েই বিশ্বসেরা এই অলরাউন্ডারকে ডেকে নিয়েছে তামিম ইকবাল-শহিদ আফ্রিদির দল পেশোয়ার জালমি।গত আসরে পেশোয়ারের হয়ে দুর্দান্ত খেলেছিলেন তামিম ইকবাল। এ কারণে দ্বিতীয় আসরে পেশোয়ার তাকে আগেই রেখে দিয়েছিল। এবার সঙ্গী হিসেবে তিনি পেলেন বন্ধু সাকিবকে।দুবাইতে পিএসএলের দ্বিতীয় সংস্করণের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়ে গেল মঙ্গল ও বুধবার (১৮ এবং ১৯ অক্টোবর)।এবারের পিএসএলে বিক্রি হয়েছেন বাংলাদেশের মাত্র দু’জন ক্রিকেটার সাকিব আর তামিম। গত আসরে শেষদিকে মুশফিককে নেয়া হয়েছিল; তিনি শেষ মুহূর্তে খেলার সুযোগ পেয়েছিলেন, তবে ভালো কিছু করতে পারেননি।আইএইচএস/বিএ
Advertisement