জাতিসংঘের নতুন মহাসচিব অ্যান্টনিও গুটেরেসকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মঙ্গলবার গুটেরেসকে অভিনন্দন জানিয়ে ওবামা বলেছেন, যুক্তরাষ্ট্র জাতিসংঘের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ অব্যাহত রাখবে।টেলিফোনে পর্তুগালের সাবেক প্রেসিডেন্ট গুটেরেসের সঙ্গে আলাপকালে ওবামা কার্যকর ও জবাবদিহিতামূলক শান্তিরক্ষাসহ জাতিসংঘের সংস্কার কর্মসূচির ওপর গুরুত্বারোপ করেন। গুতেরেস আগামী ১ জানুয়ারি জাতিসংঘ মহাসচিবের দায়িত্ব নেবেন।হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, ওবামা জলবায়ু পরিবর্তন, বলপূর্বক অভিবাসন, টেকসই উন্নয়ন, অস্ত্র-বিস্তার রোধ, মানবিক সহায়তা, সংঘাত প্রতিরোধ, শান্তিরক্ষা ও মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনসহ ব্যাপক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘের প্রচেষ্টায় অব্যাহত সহায়তা দেয়ার অঙ্গীকার করেন।মার্কিন প্রেসিডেন্ট ওবামা কার্যকর ও জবাবদিহিতামূলক শান্তিরক্ষা নিশ্চিত এবং প্রতিষ্ঠান হিসেবে জাতিসংঘকে আরো শক্তিশালী ও আধুনিক করাসহ জাতিসংঘের সংস্কার কর্মসূচির ওপর গুরুত্বারোপ করেন।সমাজবাদী রাজনীতিবিদ গুটেরেস বিশ্বের কূটনীতিকদের প্রধান হিসেবে বান কি মুনের চেয়ে আরো উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবেন বলে আশা করা হচ্ছে। তিনি এক দশক জাতিসংঘের শরণার্থী-বিষয়ক প্রধানের দায়িত্বও পালন করেন।জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সম্প্রতি এক বৈঠকে গুটেরেসকে জাতিসংঘ প্রধানের পদে নিয়োগের জন্য সর্বসম্মত সমর্থন দেয়। এবারই প্রথম সাত নারীসহ মোট ১৩ জন এ পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন।বিএ
Advertisement