বিয়ের বয়স হয়েছে অনেক আগেই। এ ব্যাপারে কিছুদিন আগেও ভাবেননি অভিনেত্রী হোমায়রা হিমু। তবে এখন ভাবছেন। বেশ কিছুদিন ধরেই একজন ভাল পাত্রের সন্ধান করে বেড়াচ্ছেন হিমু।এ প্রসঙ্গে তিনি বলেন, এতদিন বিয়ের ব্যাপারে কোন ভাবনাই ছিল না। আমার কাছে মনে হয়েছে এ কাজটি না করলেই হতো। তবে এখন মনে হচ্ছে পথ চলতে গেলে একজন সঙ্গী দরকার। যার হাত ধরে সারাটি জীবন কাটিয়ে দিতে পারবো। তাই এখন একজন ভাল মানুষ খুঁজছি। তবে মিডিয়ার কাউকে বিয়ে করবো না। এমন কাউকে বিয়ে করবো যে আমার কাজে কোন বাধা দেবে না। আমি কাজপাগল মানুষ। অভিনয় ছাড়া কিছু ভাবতে পারি না। কেউ যদি আমার লাইফ পার্টনার হয় তাকে অবশ্যই এ ব্যাপারটি মাথায় নিয়ে তবেই বিয়ে করতে পারবো। এছাড়া আমার আর কোন চাহিদা নেই বললেই চলে। এদিকে বর্তমানে একাধিক ধারাবাহিকে অভিনয় করছেন হিমু। এগুলোর মধ্যে রয়েছে- ‘জীবনের অলিগলি’, ‘সংঘাত’, ‘হাটখোলা’, ‘ডিবি’, ‘আনন্দগ্রাম’সহ কয়েকটি। ধারাবাহিকের পাশাপাশি খ-নাটকেও নিয়মিত অভিনয় করছেন হিমু। খুব শিগগিরই নারী দিবস উপলক্ষে একটি নাটকের শুটিং করবেন বলে জানান এ অভিনেত্রী। ব্যস্ততা প্রসঙ্গে হিমু বলেন, আমার কাছে কাজটা হচ্ছে আসল। একাধিক নাটকের কাজ নিয়ে ব্যস্ত থাকলেও মানের ব্যাপারে অনেক বেশি সচেতন থাকি। চেষ্টা করি নিজেকে উজাড় করে অভিনয় করার। এখন যে নাটকগুলো প্রচার হচ্ছে প্রতিটির গল্পই বেশ সুন্দর। সেই সঙ্গে নিজের চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টাও করেছি। আশা করছি সব সময় ভাল ভাল কাজের মাধ্যমে দর্শকের মাঝে থাকবো। এআরএস/এমএস
Advertisement