টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়ন ভূমি অফিসে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, রাত ৯টার পরে ১০ থেকে ১৫ জন যুবক এসে পেট্রল ঢেলে ওই অফিসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এতে অফিসের অধিকাংশ কাগজ পুড়ে গেছে। খবরে পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।এদিকে, এ ঘটনার পরপরই জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মহিউদ্দিন খাঁ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সরোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. লাল হোসেন, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমী) মো. আসলাম মোল্লা, সহকারী পুলিশ সুপার ফাল্গুনী নন্দি, ঘটনাস্থল পরিদর্শন করেছেন।টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে জানান, কে বা কারা আগুন দিয়েছে তা জানা যায়নি। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।বিএ/আরআইপি
Advertisement