চোখের সার্জারি করানোর কারণে বলিউড অভিনেত্রী বিপাশা বসুকে প্রায় সপ্তাহখানেক অভিনয় থেকে দূরে থাকতে হচ্ছে।ভারতীয় একটি সংবাদমাধ্যমকে বিপাশার ঘনিষ্ট এক ব্যক্তি জানিয়েছেন, ‘বিপাশা অনেকদিন ধরেই তার চোখে সার্জারি করাতে চাচ্ছিলেন। মূলত তিনি চোখে চশমা পড়া থেকে বিরত থাকার জন্য এ সার্জারি করা হয়েছে। বিক্রম পার্নিসের নিয়া সিনেমা এবং পাশাপাশি কিছু ব্র্যান্ডের সঙ্গে কাজের প্রতিশ্রুতি থাকার কারণে তিনি এ সার্জারি করিয়েছেন। কিছুদিন আগে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তার ক্ষীণদৃষ্টি(-২.৫) সমস্যা রয়েছে। তার দুই চোখেই সার্জারি করা হয়েছে।’তিনি আরও জানান, ‘বিপাশাকে ডাক্তার এক সপ্তাহের জন্য বিশ্রামের পরামর্শ দিয়েছেন। এ আভনেত্রীর দূরের জিনিস দেখতে সমস্যা হচ্ছিল। সার্জারির পর তার সে সমস্যার সমাধান হয়েছে। সে এখন সম্পূর্ণ সুস্থ। যদিও তিনি সূর্যের আলো এবং টেলিভিশনের দিকে তাকাতে পারছেন না।’এআরএস/এমএস
Advertisement