গুলশান কার্যালয়ে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও অন্যান্যদের জন্য আনা রাতের খাবার সিভিল পুলিশ কেড়ে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার রাত সাড়ে ৮টার সময় এই ঘটনা ঘটে। চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জাগো নিউজকে জানান, গত ৩ জানুয়ারি থেকে ম্যাডাম (খালেদা জিয়া) ও ভেতরে অবস্থানরতদের জন্য প্রতি বেলার খাবার বাইরে থেকে নিয়ে আসা হয়। তবে আজ (বুধবার) রাতের খাবার একটি রিকশা ও ভ্যানে করে নিয়ে আসার সময় সিভিল পুলিশ সেসব খাবার নিয়ে গেছে। এই ঘটনার পর রাত ১১ টা পর্যন্ত কোন খাবার গুলশান কার্যালয়ে প্রবেশ করেনি বলেও তিনি জানিয়েছেন। সিভিল পুলিশের এই আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। এমএম/এসআরজে
Advertisement