দিনাজপুরের পার্বতীপুরে বিশ্ব ইজতেমার ন্যায় ৩ দিনব্যাপী তাবলিগ জামায়াতের সাথীদের নিয়ে মিনি ইজতেমা শুরু হয়েছে।বুধবার বাদ ফজর থেকে বয়ানের মধ্য দিয়ে ইস্তেমার কার্যক্রম শুরু হয়েছে। এই মিনি ইজতেমা ৩ দিনব্যাপী চলবে।মিনি ইজতেমাটি পার্বতীপুর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশগ্রহণ করছেন বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত মুসুল্লিরা। এর তদারকি করছেন পার্বতীপুর, ফুলবাড়ী ও চিরিরবন্দর তিন থানার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।আগামী শনিবার জোহরের নামাজের আগে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে এই মিনি ইজতেমার কার্যক্রম সমাপ্ত হবে।উল্লেখ, মিনি ইজতেমাটি ১৯৮৯ সালে থেকে অদ্যবতি অনুষ্ঠিত হয়ে আসছে । বিশ্ব ইজতেমার ন্যায় মিনি ইজতেমায় আগত মুসল্লিরা জিকির আজগার করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করছে।এমএএস/আরআই
Advertisement