রাজনীতি

গুলশান থেকে ১০টি পেট্রল বোমা উদ্ধার

রাজধানীর গুলশান-১ এলাকায় বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ১০টি পেট্রোল বোমাসহ দু`জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। খবরটি নিশ্চিত করে র‌্যাবের মিডিয়া উইংয়ের সহকারি পরিচালক মাকসুদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর একটি দল গুলশান ১ নম্বরের গ্লোরিয়া জিনস ক্যাফের সামনে অভিযান চালিয়ে দু`জনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ১০টি পেট্রোল বোমা উদ্ধার করে র‌্যাব। তাৎক্ষণিক ভাবে তাদের পরিচয় জানা যায়নি। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।এএ/আরআই

Advertisement