জোকস

আজকের জোকস : পাগলের লেখা উপন্যাস

পাগলের লেখা উপন্যাসএক চিকিৎসক পাগলকে বলছে- চিকিৎসক : এইটা কী?পাগল : এইটা একটা ৫০০ পেইজের উপন্যাস, আমি লিখেছি।চিকিৎসক : ৫০০ পেইজে তুমি কী লিখছ?পাগল : প্রথম পেইজে লিখছি এক রাজা ঘোড়ায় চড়ে জঙ্গলের দিকে রওয়ানা দিল। আর শেষ পেইজে লিখেছি রাজা জঙ্গলে পৌঁছাল!চিকিৎসক : আর বাকি ৪৯৮ পেইজে কী লিখছ?পাগল : টিগ ডিক টিক ডিক টিগ ডিক টিগ।****সাগরের মাঝখানে লেবু গাছশিক্ষক : মনে করো সাগরের মাঝখানে একটা লেবু গাছ। তুমি কীভাবে লেবু পেড়ে আনবে?মন্টু : পাখি হয়ে স্যার!শিক্ষক : মানুষকে পাখি বানাইবো কি তোর বাপ?মন্টু : সাগরের মাঝখানে লেবু গাছ লাগাইবো কি আপনার বাপ?****যতই চালাকি করগার্লফ্রেন্ড : জান একটা গান শোনাব- শুনবে?বয়ফ্রেন্ড : হ্যাঁ, শোনাও।গার্লফ্রেন্ড : এক পায়ে নুপুর আমার... অন্য পা খালি... বয়ফ্রেন্ড : হা হা হা।গার্লফ্রেন্ড : হাসলে কেন? বয়ফ্রেন্ড : যতই চালাকি কর না কেন আমি কিন্তু আর নুপুর কিনে দিতে পারব না।****পাইপটা বাঁকানোর চেষ্টাছোট্ট জনি একটা কুকুরের লেজ ধরে পাইপে ঢুকানোর চেষ্টা করছে। অনেকক্ষণ ধরে ব্যাপারটা লক্ষ্য করছিলেন পাশে দাঁড়ানো এক ভদ্রলোক। এক পর্যায়ে তিনি এগিয়ে এসে বললেন-ভদ্রলোক : এই যে ছেলে, তুমি যতই চেষ্টা করো না কেন, কুকুরের লেজ কখনো সোজা করতে পারবে না। জনি : না আঙ্কেল আমি তো কুকুরের লেজ সোজা করছি না। এই পাইপটা বাঁকানোর চেষ্টা করছি।এসইউ/পিআর

Advertisement