খেলাধুলা

চাপমুক্ত সাকিব

১৪ জনের দলে মাত্র দু’জন পেসার। একাদশে থাকার সম্ভাবনা একজনের। রফিক-রাজ্জাকদের পর বিশেষজ্ঞ স্পিনার হিসেবেও নেই বড় কোনো নাম। বাংলাদেশ দলের বোলিংয়ের নেতৃত্ব তাই নিতে হবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকেই। এ কারণে বাড়তি চাপে পড়তেই পারেন তিনি। তবে সাকিব বলছেন উল্টো কথা। নিজের ওপর কোনো চাপই নেই জানালেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাকিব বলেন, ‘চাপের কি আছে। এখন তো আমি আগের মতো এতো বেশি বোলিংও করি না। যখন অনেক বেশি বোলিং করতাম, তখন একরকমের রোল ছিলো, এখন এতোবেশি বোলিং করা লাগে না। আমি যে মূল স্পিনার হিসেবে খেলছি তাও নয়। আগে যেমন দেখা যেত, একটা স্পিনার নিয়ে খেললে আমি একমাত্র স্পিনার হিসেবে খেলতাম। এখন আসলে ওই রোলটা নেই। আমার যে দায়িত্বটা আছে আমি চেষ্টা করছি ওটা পালন করার।’ব্যাটিং লাইনআপে সাধারণত ৫ কিংবা ৬ নম্বরে ব্যাটিং করেন সাকিব। এবারও তেমন বেশি পরিবর্তন হবে না বলে মনে করছেন তিনি। আর সাকিবের সঙ্গে এবার বিশেষজ্ঞ স্পিনার হিসেবে থাকছেন তাইজুল ইসলাম। সঙ্গে থাকছেন দুই অফস্পিনার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এবং শুভাগত হোম। তাই সঙ্গী হিসেবে তাইজুল ছাড়া একেবারেই আনকোরা নতুনদের পাচ্ছেন তিনি। তবে সাকিব এটাকে দেখছেন ভিন্ন চ্যালেঞ্জ হিসেবে। সবাই ভালো কিছু করবেন আশা করছেন তিনি, ‘সবাই (নতুনরা) ভালো করলে দলের জন্য ভালো, এটা একটা অন্যরকম চ্যালেঞ্জ।’উল্লেখ্য, ইংল্যান্ডের বিপক্ষে আগামী বৃহস্পতিবার থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রায় চৌদ্দ মাস পর টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। এর আগে ওয়ানডে সিরিজে ১-২ ব্যবধানে ইংলিশদের বিপক্ষে হেরে যায় টাইগাররা। আরটি/আইএইচএস/আরআইপি

Advertisement