বাড়ি, অফিস, হাসপাতাল কিংবা বিপণি বিতান - ওপরে ওঠার লিফটে আভিজাত্যের বহিঃপ্রকাশ চান সবাই। সঙ্গে চাই মানের নিশ্চয়তা, সর্বোপরি নিরাপত্তা। এই সব শর্ত পূরণ করে নাগালের মধ্যে থাকা দামে লিফট নিয়ে এসেছে প্রপার্টি লিফটস।বসুন্ধরা কনভেনশন সিটিতে আন্তর্জাতিক লিফটস ও এস্কেলেটর প্রদর্শনীতে গ্রাহকদের জন্য ৫ শতাংশ ছাড়ে পাওয়া যাবে প্রপার্টির লিফটসহ সব পণ্য।এ প্রসঙ্গে প্রপার্টি লিফটস এর প্রধান পরিচালন কর্মকর্তা শেখ সুফি আব্দুল মোমিন জাগোনিউজকে জানান, গুণগত মান আর দৃষ্টিনন্দন ডিজাইনের লিফট গ্রাহকের আভিজাত্য, ক্রয়-ক্ষমতা আর নিরাপত্তার কথা বিবেচনায় রেখেই তৈরি। ১৯৮৮ সাল থেকে দেশের বাজারে বাণিজ্যিক কার্যক্রম শুরু করা প্রাণ আরএফএল গ্রুপের প্রপার্টি লিফটস এখন শতভাগ রপ্তানি পণ্য দিচ্ছে দেশের গ্রাহকদের।আব্দুল মোমিন বলেন, মেলায় ক্রেতাদের আস্থায় আমরা অভিভূত। দ্বিতীয় দিন পর্যন্ত ৫ ইউনিট লিফট-এর অর্ডার পাওয়া গেছে। এমআইএস হোল্ডিং লিমিটেড, খলিল গ্রুপ, ব্যক্তিগত ভাবে হাজী শুকুর আলী, ব্রি. জেনারেল গোলাম হোসেন সরকার এবং শওকত আলমের সঙ্গে মেলায় সমঝোতা চুক্তিও হয়েছে।বিক্রিই শেষ কথা নয়, প্রপার্টি লিফটস ক্রেতারা গুণগত মানের সঙ্গে বিক্রয়োত্তর সেবা পাবেন চাহিদার ৩০ মিনিটের মধ্যে। লিফটের বিশেষত্ব নিয়ে আব্দুল মোমিন বলেন, এটি গুণগতমানে উন্নত এবং নিরাপদ। দামের দিক থেকেও গ্রাহকের সামর্থ্যের মধ্যে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা সুযোগ্য কর্মীদের দিয়ে লিফটগুলোর রক্ষণাবেক্ষণ করা হয়।আব্দুল মোমিন জানান, ইটালি, স্পেন, চায়না এবং জার্মানি-চায়না জয়েন্ট ভেঞ্চার কোম্পানি থেকে প্রপার্টি লিফটস আমদানি করা হয়। ব্র্যান্ডগুলো হচ্ছে ইতালির মনিটর স্পা, স্পেনের ম্যাকপুয়ারসা, জার্মানি ও চায়নার এসআরএইচ এবং চায়নার সানি এলেভেটর। আমদানি ও সরবরাহকৃত লিফটের মধ্যে রয়েছে প্যাসেনজার লিফট, হসপিটাল বেড লিফট, কার্গো লিফট, গাড়ির লিফট এবং এস্কেলেটর।গ্রাহক কেন প্রপার্টি লিফট কিনবেন- জানতে চাইলে প্রপার্টি লিফটস এর ব্র্যান্ড ব্যবস্থাপক প্রণব কুমার দৃষ্টিনন্দন, সহনীয় দাম, মেরামত ও ব্যবস্থাপনার পাশাপাশি যন্ত্রাংশের পর্যাপ্ততায় এগিয়ে থাকার বিষয়টিতে জোর দিলেন। তিনি বলেন, বাংলাদেশের বাজারে কিছু কোম্পানি যন্ত্রাংশ কিনে এনে দেশে লিফট তৈরি করে বিক্রি করছে, যা ক্লোন লিফট হিসেবে পরিচিত। এ ধরণের লিফটে জীবনের ঝুঁকি থাকে। যেকোন সময় এগুলো ছিঁড়ে পড়ে প্রাণহানির ঘটনা ঘটতে পারে। আমরা এ কাজটি করিনা। তাই দেশের বাজারে ২ হাজারের বেশি ক্রেতা থাকলেও প্রপার্টি লিফটে এখন পর্যন্ত এ ধরণের কোন দুর্ঘটনা ঘটেনি।প্রপার্টি লিফটসের গ্রাহক শ্রেণীতে রয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, ব্র্যাক সেন্টার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, রূপসী বাংলা হোটেল, ঢাকা স্টক এক্সচেঞ্জ, ঢাকা মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, ফরিদপুর মেডিকেল কলেজ, হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন, চট্টগ্রামের জনতা টাওয়ার, সম্মিলিত সামরিক হাসপাতাল, সমরিতা হাসপাতালসহ সরকারি-বেসরকারি নামী দামি অনেক প্রতিষ্ঠান।এসএ/এএইচ/পিআর/এসআরজে
Advertisement