আন্তর্জাতিক

ইসরায়েলের প্রতিরক্ষা বিলে স্বাক্ষর করলেন ওবামা

গাজায় ন্যাক্কারজনক হামলার পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাপী সমালোচনার পরেও ইসরায়েলের প্রতিরক্ষা খাতে সহায়তা দিতে ২২৫ মিলিয়ন মার্কিন ডলারের বিল স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।হামাসের ছোড়া স্বল্প পাল্লার রকেট হামলা ঠেকাতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর ব্যবহার করা ‘আয়রন ডোম’ প্রযুক্তি পুনরায় মজুদের জন্য মঙ্গলবার এই বিল স্বাক্ষর করেন ওবামা। ইসরায়েলের সর্বাধুনিক এই আয়রন ডোম প্রযুক্তির মাধ্যমে নিক্ষিপ্ত রকেট মাঝ আকাশেই অকার্যকর করে দেওয়া যায়।মার্কিন কংগ্রেসের হাউস অব রিপ্রেজেন্টেটিভ ও সিনেট উভয় কক্ষের সদস্যরা গত সপ্তাহে এই বিল পাস করে।যুক্তরাষ্ট্রের এই অনুদান ইসরায়েলের আয়রন ডোম প্রযুক্তির উৎপাদন ও পর্যাপ্ত মজুদ নিশ্চিত করবে বলে ওবামার স্বাক্ষরে বিলটি আইনে পরিণত হওয়ার পর জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সচিব জোশ আর্নেস্ট।মার্কিন অর্থ সাহায্য ও ইসরায়েলের কারিগরী পদক্ষেপে আয়রন ডোম পদ্ধতির বিকাশে অসংখ্য ইসরায়েলির জীবন রক্ষা পাওয়ায় যুক্তরাষ্ট্র গর্বিত বলেও জানান আর্নেস্ট। আয়রন ডোম প্রযুক্তির তহবিলের জন্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলের দ্বিপাক্ষিক সমর্থন রকেট বা গোলার আঘাত থেকে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করবে বলেও জানান তিনি।কোনো দেশ তার বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে রকেট হামলা বরদাস্ত করতে পারে না গাজায় ইসরায়েলি হামলা শুরু হওয়া থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র পরিষ্কারভাবে বলে আসছে বলেও জানান আর্নেস্ট। এ প্রসঙ্গে আর্নেস্ট বলেন, ‘হামাসের রকেট হামলা থেকে ইসরায়েলের নিজেদের রক্ষার অধিকারকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। তবে গাজায় বেসামরিক নাগরিকদের হতাহত বন্ধে সম্ভাব্য সতর্কতা অবলম্বনে ইসরায়েলি বাহিনীর প্রতিও আহ্বান জানিয়েছি আমরা।’গাজা সঙ্কটে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলতে সকল পক্ষকে যুক্তরাষ্ট্র অব্যাহত চাপ দিয়ে আসছে বলেও জানান তিনি।প্রসঙ্গত, ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে হামাস রকেট হামলা চালাচ্ছে অভিযোগ করে গত ৮ জুলাই থেকে ‘অপারেশন প্রোটেক্টিভ এজ’ নামে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। টানা ২৮ দিনের ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৮৬৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন গাজার স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা। আহত হয়েছেন কমপক্ষে ৯ হাজার ফিলিস্তিনি। অপরদিকে ৬৭ ইসরায়েলি সেনা ও তিন জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এ সংঘাতে। সূত্র:এনডিটিভি

Advertisement