দেশজুড়ে

সাবেক কৃষি-উপমন্ত্রী মাঈন উদ্দিন ভূঁইয়ার ইন্তেকাল

সাবেক কৃষি-উপমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপ মাঈন উদ্দিন ভূঁইয়া আর বেঁচে নেই। তিনি ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ২টায় ইন্তেকাল করেন (ইন্নালিল­াহে -------রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বৎসর। তিনি স্ত্রী ৬ ছেলে ও ২ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী ও রাজনৈতিক সহকর্মী রেখে যান।মরহুম মাঈন উদ্দিন ভূঁইয়া ১৯৪৮ সালে ১৫ অক্টোবর নরসিংদীর রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের হাটুভাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মরহুম হাজী জালাল উদ্দিন ভূঁইয়া। মরহুমের প্রথম নামাজে জানাযা বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রায়পুরা সেরাজনগর এম.এ. পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এবং দ্বিতীয় নামাজের জানাযা একই দিন দুপুর আড়াই টায় নিজ গ্রামের বাড়ি ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।মাঈন উদ্দিন ভূঁইয়া ছাত্রজীবনে ছাত্র ইউনিয়ন দিয়ে রাজনীতি শুরু করেন। ১৯৭২ সালে তিনি ভাসানী ন্যাপের সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন। ১৯৭৯ সালে বিএনপি’র মনোনয়নে প্রথমবারের জন্য নরসিংদী-৫ রায়পুরা আসনের সাংসদ নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৮১ সালেও পুনরায় এমপি নির্বাচিত হন। বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি কেন্দ্রীয় যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৮৫ সালে তিনি জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হন। পরবর্তীতে ১৯৮৬ সালে তিনি জাতীয় পার্টি থেকে এমপি নির্বাচিত হন। জাতীয় পার্টির শাসনামলে তিনি দীর্ঘদিন জাতীয় সংসদের হুইপসহ পরবর্তীতে কৃষি উপ-মন্ত্রী দায়িত্ব পালন করেন। ১৯৮৮ সালে তিনি নরসিংদী জেলা পরিষদের প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।তার মৃত্যুর খবর নরসিংদীতে ছড়িয়ে পড়লে সর্বমহলে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ হাজার হাজার মানুষ তাকে এক নজর দেখতে তার গ্রামের বাড়িতে ভিড় জমায়।এমএএস/পিআর

Advertisement