দেশজুড়ে

রাজশাহীতে চুরি হওয়া চাকরির আবেদনপত্র উদ্ধার

পশ্চিমাঞ্চল রেলের অফিস থেকে চুরি হয়ে যাওয়া ৩১৫টি চাকরির আবেদনপত্র উদ্ধারসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। বুধবার দুপুরে নগরীর মোল্লাপাড়ার র‌্যাব অফিসে গ্রেফতারকৃতদের সাংবাদিকদের সামনে হাজির করা হয়। এরা হলো, নগরীর ছোটবন গ্রাম উত্তরপাড়া এলাকার হাসমত আলীর ছেলে ফজলে রাব্বি (১৮), আব্দুল মজিদের ছেলে হাসমত আলী (৫৫), কেদুর মোড় বৌ বাজার এলাকার মাজেদ হোসেনের ছেলে হারুন-অর-রশিদ (৩২)। সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, বাংলাদেশ রেলওয়েতে এমএলএসএস, পোর্টার ও ওয়েম্যান পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পর চাকরিপ্রার্থীরা নির্দিষ্ট ঠিকানা বরাবর আবেদন করেন। পহেলা ফেব্রুয়ারি রেল ভবনে সংরক্ষিত রাখা আবেদনপত্রগুলো থেকে অনেকগুলো চুরি হয়ে যায়। পরে রেলওয়ে কর্তৃপক্ষ ৭ ফেব্রুয়ারি র্যাব-৫ এর অফিসে আবেদন করেন। এরই প্রেক্ষিতে র‌্যাব অভিযানে নামে ও বুধবার সকালে তাদের নিজ এলাকা থেকে আটক করেন। ওই সময় তাদের কাছে এমএলএসএস পদের জন্য ৩০৭টি, পোর্টার পদের জন্য ৭টি ও ওয়েম্যান পদের জন্য ২টি আবেদনপত্র, মোবাইল সেট ৩টি উদ্ধার করা হয়। র‌্যাব-৫ এর অধিনায়ক মাহাবুর আলম জানান, আবেদনপত্রগুলো চুরি করে প্রতারকচক্রটি ওইসব আবেদনপত্রে দেয়া মোবাইল নম্বরে যোগাযোগ করে। আবেদনপত্র ভুল হয়েছে বলে তারা বিকাশের মাধ্যমে একেক জনের কাছে ৫০০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত দাবি করে। র‌্যাব সদস্যরা ওইসব বিকাশ নম্বরের সূত্র ধরে তাদের গ্রেফতার করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত পশ্চিমাঞ্চল রেলওয়ের ডেপুটি চীফ কমার্শিয়াল অফিসার এমএ জিন্নাহ জানান, রেজিস্টারভূক্ত ৮৪টি আবেদনপত্র হারিয়ে যাওয়ার পর তারা বিষয়টি বুঝতে পারেন। অন্য আবেদনপত্রগুলো রেজিস্টারভূক্ত হওয়ার আগেই রেল অফিস থেকে চুরি হয়ে যায়। এ বিষয়ে রেলের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এমএএস/পিআর

Advertisement