দেশজুড়ে

কালীগঞ্জে তিতুমীর কলেজের ছাত্র খুন : মা গুলিবিদ্ধ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় দুর্বৃত্তের গুলিতে ও অস্ত্রের আঘাতে মো. নয়ন মিয়া (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।এঘটনায় তার মা ইয়াসমিন (৪৩) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। তিনি ঢাকা এপোলো হাসপাতালে ভর্তি রয়েছেন। বুধবার সকালে এ ঘটনা ঘটে।নয়ন স্থানীয় নাগরী ইউনিয়নের কালীকোটি গ্রামের ঠিকাদার মো. নবী হোসেনের ছেলে এবং ঢাকার তিতুমীর সরকারি কলেজের স্নাতক (পাস কোর্সের) প্রথম বর্ষের মানবিক বিভাগের ছাত্র।নয়নের বাবা নবী  হোসেন জানান, সকাল সাড়ে ১০টার দিকে তারা বাবা-ছেলে বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বাইরে বের হয়ে যান। কিছুক্ষণ পর তার কাছে খবর আসে স্থানীয় ইমান আলী ও সালাউদ্দিনের নেতৃত্বে ১৪-১৫ জন সশস্ত্র লোক তাদের বাড়িতে গিয়ে তার ছেলে নয়নকে ও তার স্ত্রীকে রামদা-চাপাতি দিয়ে কোপায় ও গুলি করে। এক পর্যায়ে আহতাবস্থায় নয়ন দৌড়ে পাশের এক নিকটাত্মীয়ের বাড়িতে ওঠে। এসময় সন্ত্রাসীরা তার পিছু ছুটে এবং ওই বাড়িতে গিয়ে আবারো নয়নের মাথায় দু’রাউন্ড গুলি করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে ঢাকার অ্যাপোলো হাসপাতালে নিয়ে এলে কর্তৃব্যরত চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন এবং তার মা সেখানেই চিকিৎসাধীন।নবী হোসেন আরো জানান, দীর্ঘদিন ধরে কারীকুটি এলাকায় তার শ্বশুরের দেয়া জায়গায় বাড়ি করে তারা স্ব-পরিবারে বসবাস করছেন। ৬-৭ মাস আগে তার চাচাতো শ্বশুড়ের  ছেলে ইমান আলী তাদেরকে ওই জায়গা ছেড়ে দেয়ার জন্য একাধিকবার হুমকি দিয়েছিলেন। এ নিয়ে স্থানীয় গণ্যমাণ্যরা একাধিকবার সালিস করে মিমাংসাও করে দিয়েছিলেন। কিন্তু, তারপরও বুধবার ইমান আলী ও তার লোকজন তার স্ত্রী-সন্তানের ওপর হামালা চালায়।কালীগঞ্জ থানা পুলিশের ওসি মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।এমএএস/আরআই

Advertisement