দেশজুড়ে

ভুয়া মুক্তিযোদ্ধা সনদে পুলিশে চাকরি : আটক ৫

ভুয়া মুক্তিযোদ্ধা সনদে পুলিশ কনস্টেবল পদে চাকরি নেয়ার চেষ্টার অভিযোগে পাবনায় ৫ যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে পাবনা জেলার ভাঙ্গুড়া থেকে তাদের আটক করা হয়।আটকরা হলো- ভাঙ্গুড়ার গোবিন্দপুর গ্রামের রবিউল করিম (২৬), জেল হক আলী (২৫), আমিরুল ইসলাম (২৭), গোপালপুর গ্রামের রহমত উল্লাহ (২৫) ও সাতবাড়িয়া গ্রামের হাফিজুর রহমান (২৭)।ভাঙ্গুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গত ২৫ সেপ্টেম্বর পুলিশ কনস্টেবল পদে লোক বাছাই করা হয় পাবনা পুলিশ লাইনে। এর মধ্যে ভাঙ্গুড়া উপজেলার ৫ যুবক ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দিয়ে চাকরির জন্য মনোনীত হন। পরে যাচাই বাছাইয়ের সময় তাদের মুক্তিযোদ্ধা সনদটি ভুয়া প্রমাণিত হওয়ায় মঙ্গলবার অভিযান চালিয়ে ৫ জনকে আটক করা হয়। এ বিষয়ে আটক ৫ জনের বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে। তাদের বিরুদ্ধেও তদন্ত চলছে। পরে আটক ৫ যুবকের বিরুদ্ধে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।  পাবনার পুলিশ সুপার আলমগীর কবির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তদন্ত করে এ ঘটনার সঙ্গে যে দালালচক্র জড়িত রয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। পাবনা থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক অরবিন্দ সরকার জানান, আসামিদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। একে জামান/এসএস/এমএস

Advertisement