টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের চাকায় হাওয়া দেয়ার সময় টায়ার বিস্ফোরণ হয়ে আব্দুল লতিফ (৪৫) নামে এক ট্রাক মালিক নিহত হয়েছেন। এঘটনায় এক গ্যারেজ শ্রমিক আহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার কাইতলা বাজার এলাকায় ঘটনাটি ঘটে। নিহত আব্দুল লতিফ মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল উত্তরপাড়া গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার দুপুরে মির্জাপুর উপজেলার কাইতলা বাজারে ট্রাকের চাকায় হাওয়া দেওয়ার সময় ট্রাকটির মালিক আব্দুল লতিফ পাশেই দাড়িয়ে ছিল। এক পর্যায়ে টায়ার বিস্ফোরণ হয়। এসময় ওই ট্রাক মালিক ও গ্যারেজ শ্রমিক জাহিদ হোসেন গুরুতর আহত হয়। পরে তাদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ট্রাক মালিক আবুল লতিফকে মৃত ঘোষণা করেন। আহত গ্যারেজ শ্রমিক জাহিদ হোসেনকে (১৪) কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।এমএএস/পিআর
Advertisement