ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৫ উপলক্ষে ওয়েবসাইট ও ই-কমার্স তৈরিতে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে ই-সফট। এছাড়া ই-সফট মেলা চলাকালীন সময়ে ওয়েবসাইট ও ই-কমার্স মাধ্যমে যারা নতুন ব্যবসা করতে চান ও ইন্টারনেট মার্কেটিংয়ের মাধ্যমে যারা বিশ্বের কাছে নিজের প্রতিষ্ঠানকে তুলে ধরতে চান তাদের ফ্রি পরামর্শ দেওয়া হচ্ছে। মেলায় ই-কমার্স জোন এক নম্বর স্টলে এসে যে কেউ এই সুযোগ নিতে পারেন।এছাড়াও ই-সফটের স্টলে রয়েছে ৪ দিন ব্যাপী বিভিন্ন কুইজ প্রতিযোগিতা ও উপহার জিতে নেওয়ার সুযোগ। বিস্তারিত: www.esoft.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।উল্লেখ, গত ৯ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে ডিজিটাল ওয়ার্ল্ড। বিশ্বের ২৫টি দেশ থেকে আগত ৮৫ তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞ, ১২০টি বেসরকারি প্রতিষ্ঠান এবং ১০০টি সরকারি সংস্থা এ মেলায় অংশ নিয়েছে।মেলায় মোট ২৪টি সেমিনার, ৯টি কনফারেন্স এবং ১১টি প্রশিক্ষণ কর্মশালার পাশাপাশি ৪দিনের প্রযুক্তি সম্মেলনে থাকছে ৪টি প্রদর্শনী। প্রদর্শনীর মধ্যে রয়েছে- ই-গভর্নেন্স এক্সপো, বেসিস সফট এক্সপো, মোবাইল ইনোভেশন এক্সপো এবং ই-কমার্স এক্সপো। মেলা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।এসআই/এএইচ/আরআই
Advertisement