জাতীয়

নাশকতাকারীদের ধরিয়ে দিয়ে পুরস্কার পেলেন তিন শিক্ষার্থী

নাশকতাকারীদের ধরিয়ে দেওয়ায় ঢাবির তিন শিক্ষার্থীসহ এক রিকশাচালককে আর্থিক পুরস্কার দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।বুধবার দুপুর সোয়া ১২টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজীত সংবাদ সম্মেলন শেষে তাদের হাতে আর্থিক পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।পুরস্কারের পরিমান ২৫ হাজার থেকে শুরু করে ১ লাখ টাকা পর্যন্ত। তবে তা কাজের ধরন হিসেবে প্রদান করা হয়।পুরস্কার পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী হলেন, আল নাহিয়ান খান জয়, রহুল আমিন ও রিয়াজ আলী। পুরস্কার পাওয়া অপর ব্যক্তি হলেন রিকশা চালক বদরুল আলম।পুরস্কার পাওয়া ঢাবির শিক্ষার্থীরা তাদের অর্থ চলমান সহিংসতার শিকার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অগ্নিদগ্ধদের মাঝে প্রদান করবেন বলে সংবাদ সম্মেলনে জানান।ডিএমপি কমিশনার বলেন, ককটেল বিস্ফোরণকালে নাশকতাকারীদের হাতেনাতে গ্রেফতারে সহযোগীতা করায় তাদের পুরস্কৃত করা হয়। এরমধ্যে ৯ ফেব্রুয়ারি কাঠেরপুল বায়তুল আমান মসজিদের সামনে ককটেল বিস্ফোরণকালে এক নাশকতাকারীকে ধরিয়ে দেয় রিকশাচালক।৭ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় ককটেল বিস্ফোরণকারী এক দুর্বৃত্তকে ধরিয়ে দেয় ঢাবির তিন শিক্ষার্থী।রিকশাচালকের সাহসিকতায় খুশি হয়ে প্রত্যক্ষদর্শী ওই এলাকার এক ব্যবসায়ী সংবাদ সম্মেলন শেষে সকলের উপস্থিতিতে রিকশাচালককে আরো ৫০ হাজার টাকা পুরস্কার দেন।সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার বলেন, ৫ জানুয়ারী থেকে শুরু হওয়া চলমান সহিংসতায় নাশকতাকারীরা রাজধানীতে ১১টি গাড়ী ভাংচুর, ১৬৮টি গাড়ী আংশিক সম্পূর্ণ অগ্নিসংযোগ করেছে। নাশকতা ও সহিংসতা প্রতিরোধে দায়িত্ব পালনকালে ৫৪জন পুলিশ ও ২ আনসার সদস্য আহত হয়েছেন এবং কর্তব্য পালনকালে ৩ পুলিশ সদস্য নিহত হয়েছেন।নাশকতা ও সহিংসতা ঘটনায় জড়িত ১৮৬ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে ৮৪ জন জামায়াত এবং ১০২জন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা তার অঙ্গসংগঠনের সমর্থক বলে দাবি করেন তিনি।সহিংসতা ও নাশকতার অভিযোগে ১ হাজার ১০জনকে গ্রেফতার করা হয়েছে। ডিএমপির ভ্রাম্যমান আদালত ৩০জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে।জেইউ/এআরএস/এমএস

Advertisement