বিএনপি চেয়ারপরসন বেগম খালেদা জিয়া ও তার রাজনৈতিক কার্যালয় ঘেরাও করতে আসার পর গুলশান কার্যালয়ের ৮৬ নম্বর রাস্তায় মাথায় মুক্তিযোদ্ধা লীগের নেতাকর্মীদের আটকে দিয়েছে পুলিশ। পরে সেখানে অবস্থান নিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করছে তারা।বুধবার দুপুর ১২টা ৫ মিনিটে গুলশান-২ নম্বর চত্বর থেকে খালেদা জিয়ার গুলশান কার্যালয় অভিমুখে রওনা হন তারা। সমাবেশে নেতারা বলেন, কসম খেয়ে শপথ করছি, পরবর্রীতে আবর ঘেরাও করতে আসলে কেউ আমাদের আটকাতে পারবে না।১২টা ৪৫ মিনিটে এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ৮৬ নম্বর রাস্তায় মাথায় সমাবেশ করছিল মুক্তিযোদ্ধা লীগের নেতাকর্মীরা।এমএম/বিএ/এমএস
Advertisement