খেলাধুলা

প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকার হার

বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র ২ দিন। এর আগে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে হেরে গেছে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের সহ-আয়োজক দেশ নিউজিল্যান্ডের কাছে ১৩৪ রানের বিশাল ব্যবধানে হেরে  গেছে তারা।এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসনের ৬৬ আর অধিনায়ক ৫৯ রানের উপর ভর করে ৩৩১ রানের বড় সংগ্রহ বিশ্বকাপের আয়োজক দেশটি। দক্ষিণ আফ্রিকার পক্ষে ফিলিন্ডার ও  অ্যাবোট নেন ২টি করে উইকেট নেয়। ৩৩১ রানের জবাবে ব্যাটিং করতে নেমে নিউজিল্যান্ডের বোলারদের তোপের মুখে পড়ে দক্ষিণ আফ্রিকা। ডুমিনি কিছুটা প্রতিরোধ করলেও আর কোন ব্যাটসম্যান দাঁড়াতেই পারেনি নিউজিল্যান্ডের বোলারদের সামনে। সর্বোচ্চ ৮০ রান আসে ডুমিনির ব্যাট থেকে। ফিলিন্ডার করেন ৫৭ রান। নিউজিল্যান্ডের পক্ষে বোল্ট নেন ৫ উইকেট।এমআর/আরআইপি

Advertisement