অর্থনীতি

মিশ্রধারায় চলছে লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের উভয় শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী শুরু হলেও লেনদেনের প্রথম ঘণ্টার পর তা নিম্নমুখী লক্ষ্য করা যাচ্ছে। সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়। লেনদেনের প্রথম ঘণ্টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মুল্যসূচক ডিএসইক্স ১৭ পয়েন্ট কমেছে আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসইএক্স কমেছে ১০ পয়েন্ট। এ সময় লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ার দর কমেছে।ডিএসইতে লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় সকাল সাড়ে ১১টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ১৭ পয়েন্ট কমে চার হাজার ৭৬৯ পয়েন্টে অবস্থান করছে এবং এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৯৮ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ৭১টির দাম বেড়েছে, কমেছে ১৬৫টির আর অপরিবর্তিত রয়েছে ৪৩টি প্রতিষ্ঠানের শেয়ারের।অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৮৭৩ পয়েন্টে। সিএসইতে মোট ১৬৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৬টির, কমেছে ১০১টির আর অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২ কোটি টাকা।এসআই/বিএ/এমএস

Advertisement