খেলাধুলা

সম্মানটাকে বড় করে দেখছেন সোহান

বাংলাদেশ দলে মুশফিকুর রহীমের অভিষেকটা হয়েছিল শুধু ব্যাটসম্যান হিসেবে। সে সময় নিয়মিত উইকেটরক্ষক ছিলেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ। তার বিদায়ের পরই উইকেটরক্ষকের দায়িত্ব বর্তায় মুশফিকের হাতে। এরপর প্রায় এক যুগ ধরে সে দায়িত্ব পালন করে যাচ্ছেন মুশফিক। যদিও শেষ তিনটি টেস্ট কিপিং করেননি তিনি। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে প্রথম টেস্ট দলে জায়গা পেয়েছেন আরেক নবীন উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হোসেন সোহান। তবে মুশফিকই হয়তো উইকেটকিপিং করবেন প্রথম টেস্টে। সেক্ষেত্রে হয়তো টেস্ট ক্যাপ পড়ার স্বপ্নটা নাও পূরণ হতে পারে তার। তবে দলে সুযোগ পাওয়াকে বড় সম্মান হিসেবে মনে করছেন এ নবীন উইকেটরক্ষক ব্যাটসম্যান।সর্বশেষ তিনটি টেস্টে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেছিলেন লিটন কুমার দাস। কিছুদিন আগে হঠাৎ কাঁধের ইনজুরিতে পরেন তিনি। ইনজুরি কাটিয়ে উঠলেও এখনও টেস্ট ম্যাচ খেলার মতো ফিটনেস না থাকায় মুশফিকের সঙ্গে বিকল্প কিপার হিসেবে সোহানকে অন্তর্ভুক্ত করে বিসিবি। তবে টিম কম্বিনেশনের কারণে শেষ পর্যন্ত অভিষেকের অপেক্ষা বাড়তে পারে তার। তবে মুশফিকের সঙ্গে পাল্লা দিয়ে খেলাটা কতটা চাপের হবে জানতে সোহান বলেন, ‘চাপের কিছু নেই। এটা আসলে সম্মানই বলা যায়। যে যার জায়গায় খেলবে এটাই আসল।’এর আগে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সোহানের। ছিলেন সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও। তবে হঠাৎ টেস্ট দলে জায়গা পাবেন ভাবেননি তিনি। দলে তাকে কোন ভূমিকাতে নেওয়া হয়েছে? জানতে চাইলে সোহানের উত্তর, ‘আমি অনুশীলন ম্যাচ খেলছিলাম। কারো সঙ্গে সেভাবে কথা হয়নি। টিম ম্যানেজম্যান্ট যেভাবে যে পজিশনে খেলাতে চায় সেখানে খেলতে আমার কোন সমস্যা নেই। আমি পরিস্থিতি অনুযায়ী যেন খেলতে পারি।’ব্যাটিং নিয়ে আলাদা কোনো পরিকল্পনা নেই সোহানের। দলের চাহিদাকেই প্রাধান্য দিচ্ছেন তিনি। সুযোগ পেলে নিজেকে উজার করে দেবেন বলেও উল্লেখ করেন তিনি। আরটি/এনইউ/এবিএস

Advertisement