সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে জয়তুন সিকিউরিটিজ ইন্টারন্যাশনাল লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।বিএসইসি ৫৩৮ তম কমিশন সভায় মঙ্গলবার এ জরিমানার সিদ্ধান্ত নেয়া হয় বলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।জানা গেছে, কমিশনের রুটিন পরিদর্শনের নিমিত্তে গঠিত দল হাউজটি পরিদর্শনে জুন ৩০, ২০১৩ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কনস্যুলিডেটেড কাস্টমার অ্যাকাউন্টে ৫ কোটি ৪ লাখ ৪১ হাজার ৫৬৭ টাকা ঘাটতির মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এর রুল ৮এ(১) ও (২) এবং সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (স্টক ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০ এর দ্বিতীয় তফসিল এর আরচণবিধি ১ ও ৬ লঙ্ঘন: গত আগষ্ট ১২, ২০১৩ তারিখ লংকাবাংলা, আগষ্ট ১৪, ২০১৩ তারিখ আরগন ডেনিম, সেপ্টেম্বর ৮, ২০১৩ তারিখ বঙ্গজ, সেপ্টেম্বর ১৩, ২০১৩ তারিখ জনতা ইন্স্যুরেন্স ও আগষ্ট ২৫, ২০১৩ তারিখ ফুওয়াং এর শেয়ার শর্টসেল করার মাধ্যমে ঢাকা স্টক এক্সচেঞ্জ (শর্টসেল) রেগুলেশনস, ২০০৬ এর রেগুলেশন ৪(১) লঙ্ঘন; ‘জেড’ ক্যাটাগরির শেয়ার ক্রয়ে মার্জিণ ঋণ প্রদান করার মাধ্যমে কশিনের ডাইরেক্টিভ নং-এসইসি/সিএমআরআরসিডি/২০০১-৪৩/১৬৯ তাং ০১/১০/২০০৯ লঙ্ঘন; মার্জিন রুলস, ১৯৯৯ এর রুল ৩ এবং রুল ৮(১)(সিসিসি) ভঙ্গ কওে মার্জিন এগ্রিমেন্ট ব্যতিত কতিপয় গ্রাহকগণকে মার্জিন সুবিধা প্রদান এবং কোম্পানির পরিচারককে মার্জিন ঋণ সুবিধা প্রদানের মাধ্যমে কমিশনের নির্দেশনা নং-এসইসি/সিএমআরআরসিডি/২০০১-৪৩/৫১ তাং ২২/০৭/২০১০ লঙ্ঘন করায় কমিশন জয়তুন ইন্টারন্যাশনাল সিকিউরিটিজ লিমিটেকে ১০ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে।এসআই/এআরএস/আরআইপি
Advertisement