খেলাধুলা

ইন্সটাগ্রামে মেসির ফলোয়ার ১০ মিলিয়ন

মাঠের বাইরেও সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন একটি মাইলফলক স্পর্শ করলেন বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড। বর্তমানে ইন্সটাগ্রামে মেসির ফলোয়ার সংখ্যা ১০ মিলিয়ন।  নিজের জার্সিতে ১০ মিলিয়ন লিখে তা উদযাপনও করলেন মেসি। পরে নিজের পেজে সমর্থকদের উদ্দেশে লেখেন,লিও মেসির ১০ মিলিয়ন ফলোয়ার,সবাইকে অসংখ্য ধন্যবাদ। এদিকে আর্জেন্টাইন তারকা ফুটবলার জাভিয়ের মাসচেরানো জানান,বার্সেলোনার প্রাণভোমরা লিওনেল মেসিকে সবারই অনুকরণ করা উচিত। এদিকে চারবারের ব্যালন ডিঅরজয়ী ১০ মিলিয়ন ফলোয়ার ছাড়িয়ে গেলেও ফুটবলারদের মধ্যে এই তালিকায় তার অবস্থান তৃতীয়। তালিকায় ১৫.২ মিলিয়ন ফলোয়ার নিয়ে প্রথম স্থানে আছেন ব্রাজিল অধিনায়ক ও মেসির সতীর্থ নেইমার।১২.২ মিলিয়ন ফলোয়ার নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন পর্তুগিজ অধিনায়ক ও রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।এমআর/এমএস

Advertisement