আন্তর্জাতিক

আলেপ্পোতে বিমান হামলায় ১২ বেসামরিক নিহত

সিরিয়ার আলেপ্পো শহরে বিমান হামলার ঘটনায় কমপক্ষে ১২ বেসামরিক নিহত হয়েছে। একটি পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত শহরটিতে গত ২৪ ঘণ্টার বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৫য়ে দাঁড়িয়েছে। খবর এএফপির। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটস জানিয়েছে, সোমবারের হামলায় নিহতদের মধ্যে পাঁচ শিশুও ছিল। বিদ্রোহী অধ্যুষিত আলেপ্পোর পূর্বাঞ্চলীয় মারজেহ জেলায় ওই হামলা চালানো হয়। হামলায় আরো বহু মানুষ আহত হয়েছে। এখনো পর্যন্ত ধ্বংসস্তুপের মধ্যে আটকে আছে অনেকেই। মানবাধিকার সংগঠনের প্রধান রামি আবদেল রাহমান জানিয়েছেন, বিমান হামলায় কাতেরজি শহরেই ১৭ জনের মৃত্যু হয়েছে। রুশ বাহিনী ওই হামলা চালিয়েছে বলে জানানো হয়েছে। বেসামরিক প্রতিরক্ষা ব্যবস্থাপণার এক স্বেচ্ছাসেবক জানিয়েছেন, আরো হামলার আশঙ্কায় তারা উদ্ধারকাজ পুরোপুরি শেষ করতে পারেননি। বিদ্রোহীদের হটাতে রুশ এবং সিরীয় বাহিনী আলেপ্পো শহরে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে। টিটিএন/এবিএস

Advertisement