বিনোদন

ফেরদৌস আরার বসন্তবরণ

তিনটি অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে বসন্তকে বরণ করে নেবেন বিশিষ্ট নজরুলসঙ্গীত শিল্পী ফেরদৌস আরা। পহেলা ফাল্গুনে ফেরদৌস আরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলার বসন্তবরণ অনুষ্ঠানে, বাংলাদেশ বেতারের একটি বিশেষ অনুষ্ঠানে এবং বিকালে সোহরাওয়ার্দী উদ্যানের নোয়াখালী মেলায় সঙ্গীত পরিবেশন করবেন। এর মধ্যে চারুকলার অনুষ্ঠানে তার সঙ্গীতশিক্ষা বিদ্যালয় সুরসপ্তকের ছাত্র-ছাত্রীরাও অংশগ্রহণ করবেন। এ প্রসঙ্গে ফেরদৌস আরা বলেন, `আমি প্রতি বছর বসন্তবরণ উৎসবের জন্য মুখিয়ে থাকি। কারণ বসন্ত ঋতুটি আমার কাছে অনেক প্রিয়। এবারের বসন্তবরণ উৎসবে আমি পরপর তিনটি অনুষ্ঠানে গান গাইতে যাচ্ছি ভাবতেই ভালো লাগছে। এসব অনুষ্ঠানের মাধ্যমে আমি আমার ভক্তদের সরাসারি বসন্তের শুভেচ্ছাও জানাতে পারব। এ অনুষ্ঠানগুলো উপভোগ করার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।`এদিকে, ফেরদৌস আরা বর্তমানে বিভিন্ন চ্যানেলে সঙ্গীত পরিবেশন নিয়ে ব্যস্ত রয়েছেন। সম্প্রতি তিনি মাছরাঙ্গা টেলিভিশন, চ্যানেল আই এবং একুশে টিভির লাইভ অনুষ্ঠানগুলোতে গান গেয়েছেন। এছাড়াও দেশের বাইরের কয়েকটি কনসার্টে তার গান গাইতে যাওয়ার কথা রয়েছে। অন্যদিকে, ফেরদৌস আরা ধারাবাহিকভাবে নজরুলসঙ্গীত সংকলন প্রকাশের কাজ করছেন। এরই মধ্যে দুটি সংকলন প্রকাশ করেছেন তিনি।এইচএন/আরআইপি

Advertisement