রাজধানীর মিরপুর এলাকা থেকে পৃথক ঘটনায় দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতেরা হলেন, সেতারা খাতুন (১৮) ও সুলতান মিয়া (২৩)।রাজধানীর মিরপুর পল্লবী এলাকার একটি বাসা থেকে মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে সেতারা খাতুনের লাশটি উদ্ধার করে পুলিশ। সেতারা খাতুন ভোলার লালমোহনের নুর ইসলামের মেয়ে।জানা যায়, সেতারা পল্লবী এলাকার একটি পোশাক কারখানায় কাজ করতো। সে তার বোনের সঙ্গে ওই এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন। মঙ্গলবার বিকেলে বাসার সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে সেতারা।পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।ঢামেক হাসপাতাল ক্যাম্প পুলিশ ইনচার্জ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেন।অন্যদিকে মঙ্গলবার বিকেলে রাজধানীর মিরপুর মডেল থানাধীন মনিপুর ৮১৯/৩ এর বাসা থেকে সুলতান মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তিনি রংপুর কোতয়ালীর সাত গ্রামের বাসিন্দা।মিরপুর মডেল থানার এসআই জহিরুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে। তবে ময়নাতদন্তের আগে মৃত্যুর কারন নিশ্চিতভাবে বলা যাচ্ছেনা। মৃত্যুর কারন নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপতাল মর্গে পাঠানো হয়েছে।জেইউ/এআরএস/এমএস
Advertisement