অবশেষে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে এসে জিতল ভারতীয়রা। মঙ্গলবার আফগানিস্তানকে ১৫৩ রানে বড় ব্যবধানে হারিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। অস্ট্রেলিয়ায় দীর্ঘ তিন মাসের সফরে অবশেষে প্রথম জয়ের দেখা পেল ভারত। টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ০-২ ব্যবধানে হারের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজেও জয়হীন। প্রথম প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হার। শেষ প্রস্তুতি ম্যাচে এসে জিতল ভারতীয়রা। এর আগে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ৩৬৪ রান তোলে ভারত। এ বিশাল স্কোরের মূল অবদান রোহিতের। ১২টি চার ও ৭ ছক্কায় ১৫০ রান করেন তিনি। তৃতীয় উইকেটে সুরেশ রায়নাকে(৭৫)নিয়ে ১৫৮ ও চতুর্থ উইকেটে অজিঙ্কা রাহানেকে(৮৮*)নিয়ে ৯৫ রানের জুটি গড়েন রোহিত।জবাবে ৫০ ওভার ব্যাট করে ৮ উইকেটে ২১১ রান তোলে আফগানিস্তান। নওরোজ মঙ্গল সর্বোচ্চ ৬০ রান করেন। উসমান গনি ৪৪ ও আফসার জাজাই ২৪ রান করেন। মোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা দুটি করে উইকেট নেন। এমআর/এমএস
Advertisement