৬ উইকেটে ৩১৫ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। আজ রোববার বেশি দূর এগোতে পারেনি ক্যারিবিয়রা। অলআউট হয়ে গেছে ৩৫৭ রানে। ফলোঅনে পড়লেও ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটে না পাঠিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক।এদিকে, আজহার আলীর ত্রিপল সেঞ্চুরিতে ৩ উইকেটে ৫৭৯ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করা পাকিস্তান ভিন্ন চেহারায় আবির্ভূত হলো দ্বিতীয় ইনিংসে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১১৯ রান তুলতেই হারিয়ে ফেলেছে ৭ উইকেট। এ যেন আনপ্রেডিক্টেবল পাকিস্তানেরই নামান্তর।তবে ইতোমধ্যে ৩৪১ রানের লিড পেয়ে গেছে পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজকে আজই হয়তো ব্যাটিংয়ে নামাতে চাচ্ছে মিসবাহ বাহিনী। নইলে কি আর ওয়ানডের মতো সপাটে ব্যাট চালান পাকিস্তানের ব্যাটসম্যানরা?এ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের সর্বোচ্চ ৪৪ রান আসে সামি আসলামের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান করেছেন বাবর আজম। মিসবাহ করেন ১৫ রান। ১৪ রানে ব্যাট করছেন সরফরাজ আহমেদ।এনইউ/এএম
Advertisement