অর্থনীতি

পদ্মা সেতু থেকে বিশ্বব্যাংক সরে গেলেও আর্থিক ক্ষতি হয়নি

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, পদ্মা সেতু থেকে বিশ্বব্যাংক সরে যাওয়ায় আমাদের দুই বছর সময় লস হলেও অর্থনৈতিক ক্ষতি হয়নি। তারা যে বুঝতে পেরেছে তাদের সরে যাওয়া ভুল ছিল, এতে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের উপকার হবে। কেননা এরপর কোনো ঋণ বাতিলের আগে বিশ্বব্যাংক সতর্ক হবে।মঙ্গলবার দুপুরে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ইউহানেস ঝাত ও আমেরিকার একটি বীমা কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।তিনি আরও বলেন, পদ্মা সেতুতে বড় ধরনের কোনো দুর্নীতি হয়নি। পদ্মা সেতু নদীশাসনের কাজ শিনো হাইড্রোকে দেওয়ার বিষয়ে যোগাযোগমন্ত্রী আমাকে বলেছেন। ঢাকা-চট্টগ্রাম চার লেন প্রকল্পে শিনো হাইড্রোর কোনো সমস্যা ছিল না। এটি দেরি হওয়ার কারণ হচ্ছে কবর, মন্দির-মসজিদ এগুলো সরাতে দেরি হচ্ছে।

Advertisement