আন্তর্জাতিক

বালুর স্মৃতিসৌধের প্রশংসা করলেন ব্রিকস নেতারা

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় ভাস্কর্য ও স্মৃতিসৌধ বালু দিয়ে তৈরি করেছিলেন ভারতের বিখ্যাত শিল্পী সুদর্শন পট্টনায়েক। ভারতে ব্রিকসভূক্ত দেশগুলোর নেতারা তার ওই বালুর তৈরি ভাস্কর্য ও স্মৃতিসৌধ ঘুরে দেখে ব্যাপক প্রশংসা করেছেন। শনিবার ব্রিকসভূক্ত দেশের নেতাদের সঙ্গে নিয়ে বালুকা প্রদর্শনী ঘুরে দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় অন্য রাষ্ট্রপ্রধানদের বুঝিয়ে দিতে দেখা যায় তাকে। সুদর্শন পট্টনায়েক বলেন, আমাদের প্রধানমন্ত্রী অন্য রাষ্ট্রপ্রধানদের স্যান্ড আর্ট বোঝাচ্ছেন দেখে সম্মানিত বোধ করছিলাম। পরে বালুর তৈরি ব্রিকসভূক্ত দেশের স্থাপনার সামনে গ্রুপ ছবি তোলেন রাষ্ট্রনেতারা।বিখ্যাত সব স্থাপনার মধ্যে ভারতের বিখ্যাত তাজমহলের চিত্র তৈরি করেছিলেন পট্টনায়েক। এ ছাড়া চীনের মহাপ্রাচীর, রাশিয়ার সেন্ট বাসিল ক্যাথিড্রাল, ব্রাজিলের যীশু খ্রিস্টের খ্রীস্ট দ্য রিডিমার মূর্তি ও দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলার প্রতিমূর্তি তৈরি করেন পট্টনায়েক।মাত্র ৩ দিনে সব স্যান্ড আর্ট তৈরি করা হয়েছিল বলে জানিয়েছেন ভারতের এই বালুশিল্পী। ব্রিকসভূক্ত দেশ থেকে আনা হয়েছিল ৪৫ থেকে ৫০ টন বালি। এসআইএস/এবিএস

Advertisement