১৪ জনের দলে দু’জন মাত্র পেসার- শফিউল আর কামরুল ইসলাম রাব্বি। এর মধ্যে শফিউলের নামের পাশে আছে আট টেস্ট। আর কামরুল ইসলাম রাব্বি এই প্রথমবার টেস্ট স্কোয়াডে। এ তরুণ পেসারের অন্তর্ভুক্তিতে বিতর্ক ও সমালোচনার ঝড় না বইলেও জন্ম দিয়েছে কিছু প্রশ্নের। অনেকেরই কথা, মানা গেল মোহাম্মদ শহীদ ফিট নন। রুবেলের ফিটনেস লেভেলেও নাকি ঘাটতি রয়েছে। ইনজুরি কাটিয়ে মাঠে নেমে ছন্দও ফিরে আসেনি। তাতে কি? আল-আমিন তো আছেন। তার আন্তর্জাতিক অভিজ্ঞতা কামরুল ইসলাম রাব্বির চেয়ে অনেক বেশি। বলে গতিও বেশি। ৬ টেস্ট খেলার অভিজ্ঞতা সমৃদ্ধ কামরুল ইসলাম রাব্বির চেয়ে আল-আমিন তো যোজন যোজন এগিয়ে। তাহলে তাকে বাইরে রেখে রাব্বিকে নেয়া কেন? রোববার সন্ধ্যার পর জাগো নিউজের সাথে আলাপে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু তার কারণ জানাতে গিয়ে অনেক কথাই বলেছেন। যা শুনে মনে হয়েছে, অফস্পিনার কাম মিডল অর্ডার মেহেদি হাসান মিরাজের মত পেসার রাব্বিরও টেস্ট অভিষেকের সম্ভাবনা আছে। নির্বাচকরা অনেক ভেবে চিন্তেই তাকে নিয়েছেন। মিনহাজুলের ব্যাখ্যা, ‘আমরা অনেক ভেবেচিন্তেই দুজন মাত্র পেসার দলে রেখেছি।’ তার কথায় পরিষ্কার চট্টগ্রামে স্লো ও স্পিন সহায় ট্র্যাকে খেলা হবে। বাউন্সও থাকবে কম। যে উইকেটে বাড়তি গতির বোলারের চেয়ে তুলনামূলক কম গতির রাব্বিই অনেক বেশি কার্যকর হবেন।’ তাই তো মিনহাজুল আবেদিনের মুখে এমন কথা, জহুর আহেমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট বরাবরই স্লো ও লো বাউন্সি। তাই ১৪ জনের দলে ৪ স্পিনার রাখা হয়েছে। আমাদের ধারনা, অন্য যে কোন পেসারের চেয়ে স্লো ও লো পিচে কামরুল ইসলাম রাব্বিই সবচেয়ে বেশি কার্যকর হবে।’ ঘরোয় ক্রিকেটের অভিজ্ঞতার কথা উল্লেখ করে প্রধান নির্বাচক বলেন, ‘টেস্ট না খেললেও রাব্বি জাতীয় লিগে প্রচুর ম্যাচ খেলেছে। আমার মনে হয় জাতীয় লিগে সমসাময়িক পেসারদের মধ্যে রাব্বিই সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে। অর্থাৎ দীর্ঘ পরিসরের ক্রিকেটে তার সম্পৃক্ততা অনেক বেশি। এমনিতে জেন্টল মিডিয়াম পেস হলেও পুরনো বলে জোরে বল করার ক্ষমতা আছে তার।’ কিন্তু এটাই রাব্বিকে নেয়ার মুল কারণ নয়। প্রধান নির্বাচক জাগো নিউজকে জানিয়েছেন, ‘যেহেতু খেলা হবে স্লো ও লো ট্র্র্যাকে, তাই আমরা অন্যদের চেয়ে রাব্বির কথাই বেশি ভেবেছি। কারণ তার বলে গতি কম। আল আমিন ও রুবেল হোসেনের মত অত জোরে বলও করে না সে। বাউন্সও তুলনামুলক কম। গতি ও বাউন্স যেহেতু কম, তাই আমরা মনে করছি, স্লো ও লো পিচে আল আমিন ও রুবেলের চেয়ে রব্বিই বেশি কার্যকর হবে। এ কারণেই তাকে দলে নেয়া হয়েছে।’আরআইবি/আইএইচএস/পিআর
Advertisement