অর্থনীতি

শেষ দিনে মেলায় ক্রেতাদের ঢল

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২০তম আসরের শেষ দিন মঙ্গলবার ক্রেতাদেরে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। টানা অবরোধ আর হরতালের কারণে অন্যান্য বছরের তুলনায় এবার মেলায় ক্রেতাদের উপস্থিতি তুলনামূলকভাবে অনেক কম থকলেও শেষদিনের চিত্র ছিলো একেবারেই ভিন্ন।শেষ দিন ক্রেতা-দর্শনার্থীর ভিড়ে মেলায় যেন তিল ধারণের ঠাঁই নেই। মূল সড়ক থেকে শুরু করে মেলা প্রাঙ্গণ ছিল মানুষের পদচারণায় মুখরিত। মেলা শুরু পর শেষদিন সবচেয়ে বেশি লোক-সমাগম হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়িরা।সরেজমিনে দেখা গেছে, মেলার শেষ দিন মেলাস্থল ও এর আশপাশের রাস্তায়ও দীর্ঘ যানজট দেখা গেছে। যা এত দিন খুব একটা দেখা যায়নি। ব্যবসায়ীরা জানান, এতটা দর্শনার্থী এর আগে কখনোই হয়নি। এছাড়া মেলায় আগত ক্রেতা-দর্শনার্থীরা যানবাহনের অভাবে দুর্ভোগে পড়েন। অনেকে পায়ে হেঁটেই গন্তব্যের উদ্যেশ্যে রওয়ানা দেন।তবে মেলায় শেষ দিন ক্রেতা-দর্শনার্থী বেশি হলেও হতাশা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। ব্লেজার ব্যবসায়ী রিপন জাগোনিউজকে বলেন, যে টার্গেট নিয়ে মেলায় এসেছিলাম তা পূরণ হয়নি। লাভ নয় মূলধন তুলে নিতে পারলে বাঁচি। তাই ছাড় পণ্য বিক্রয় করছি।শেষ দিনে মেলায় চলে নানা রকম ছাড়ের অফার। তাই শুধু ঘোরাঘুরি নয়, সবাই ফিরেছেন কেনাকাটা করে। এছাড়া ছাড় পেয়ে খুশি ক্রেতারা। উত্তরা থেকে আসা উজ্জল জানান, আনেক কিছু কিনেছি। হরতাল অবরোধে আসা হয়নি। শেষদিন এসেছি কমের আশায়।এসআই/এএইচ/আরআই

Advertisement