রাজনীতি

সন্ত্রাসের মোকাবেলা সংলাপ দিয়ে হয় না : সংস্কৃতিমন্ত্রী

চলমান সহিংসতা প্রসঙ্গে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, অনেক দেশ সংলাপের কথা বলছে। কিন্তু কিসের সংলাপ? কার সাথে সংলাপ? সন্ত্রাসের মোকাবেলা সংলাপ দিয়ে হয় না। এটা কোন ধরণের রাজনীতি? তারা নাশকতা চালাবে, আর তা বন্ধ করতে সংলাপে বসতে হবে, তা হতে পারে না।মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে অনিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠী আয়োজিত ছয় দিনব্যাপী নাট্যোৎসবের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন, একটা দেশের সন্ত্রাসের মোকাবেলা করতে গেলে কী সংলাপ দিয়ে হয়? পৃথিবীতে কোথাও এমনটা হয়নি।সংস্কৃতি মন্ত্রী বলেন, এত ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার ৪৪ বছর পরও যদি বৈরি শক্তি দেশের মানুষকে নির্বিচারে মারতে পারে, তাহলে এটা সহজেই বোঝা যায়, তাদের সাথে রাজনীতির কোন সম্পর্ক নেই।তিনি বলেন, আমাকে যদি পুড়িয়ে মারে তাহলে সেটার পিছনে একটি যুক্তি খুঁজে পাওয়া যাবে। যে, এই লোকটা আওয়ামী লীগ করে। আমার রাজনৈতিক প্রতিপক্ষ আমাকে পুড়িয়ে মারলে তার অনেক লাভ হতেই পারে। কিন্তু সাধারণ মানুষ-একজন বাসের চালক, রিক্সা চালক, একজন শিশু, একজন মা। যারা কোন দল করে না, রাজনৈতিক মতবাদ প্রচার করে না, শুধুমাত্র জীবিকার জন্য ঘর থেকে বের হচ্ছে, সেই মানুষগুলোকে নির্বিচারে হত্যা করা হচ্ছে।তিনি প্রশ্ন করে বলেন, কল্পনা করতে পারেন পুড়তে একটা মানুষকে কত কষ্ট পেতে হয়। কত বিভৎস সে মৃত্যু। কয়েকদিন আগে আমরা ইন্টানেটে একটা ছবি দেখলাম। একটা লোহার খাঁচার মধ্যে জর্ডানের সেই বৈমানিক বন্দীকে তার চারপাশে আগুন জ্বালিয়ে দিয়েছে এবং আগুনটা আস্তে আস্তে তার দিকে এগিয়ে যাচ্ছে, কী ভয়াবহ মৃত্যু। আইএসএ’র সংগঠিত ঐ একটি মৃত্যু দেখে সারা পৃথিবী শিউরে উঠেছে। আর আমার দেশে প্রতিদিন এত মৃত্যু হচ্ছে, তা বিশ্ব দেখছে না।সংগঠনের সভাপতি সুজন হায়দার জনির সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল, সিনিয়র সহকারী পুলিশ সুপার ইমদাত হোসাইন, সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আকম গিয়াস উদ্দিন আহম্মেদ, সাবেক দুই সভাপতি অ্যাডভোকেট আর্শেদ উদ্দিন চৌধুরী ও মোস্তফা আল মামুন টিটু ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সাগর।আরএস/পিআর

Advertisement