আন্তর্জাতিক

জাতিসংঘ মহাসচিবের সফরের মাঝেই হাইতির ত্রাণ লুট

হারিকেন ম্যাথিউয়ের আঘাতে বিধ্বস্ত হাইতি পরিদর্শন করছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। তার এই সফরের মাঝেই হাইতির ক্ষুদ্ধ জনগণ ত্রাণসামগ্রী বহনকারী ট্রাক লুট করেছে। খবর বিবিসির।হারিকেনের আঘাতে দেশটিতে প্রায় ১ হাজার মানুষ নিহত হয়েছে। কর্মকর্তারা বলছেন, দেশটির ১৪ লাখেরও বেশি মানুষের জরুরি ভিত্তিতে ত্রাণ প্রয়োজন।এক বিবৃতিতে বান কি-মুন বলেছেন, তিনি লে কায়েতে নিজের চোখেই একটি লুটের ঘটনা প্রত্যক্ষ করেছেন। হাইতিকে তিনি আরো বেশি ত্রাণ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং অন্যান্য দেশকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।এদিকে, হারিকেনের আঘাতের পরপরই হাইতিতে কলেরা ছড়িয়ে পড়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কলেরায় বহু মৃত্যুর ঘটনা ঘটেছে। লা কায়েতে ত্রাণবহরে হামলার পর পুলিশ স্থানীয় বাসিন্দাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছুড়েছে।বান কি মুন বলছেন, জরুরি সাহায্যের জন্য যারা অপেক্ষা করছে তাদের অধৈর্য এবং ক্ষুদ্ধ হওয়ার কারণ আমরা বুঝি। দ্রুত সাহায্য আনার জন্য আমরা যতটা সম্ভব চেষ্টা করছি।হারিকেনের আঘাতে দেশটিতে প্রায় ১ লাখ ২০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কিছু এলাকায় জীবনযাত্রা স্বাভাবিক হতে শুরু করলেও এখনো অনেক এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে এবং অনেক এলাকায় যাতায়াত করাটাও এখন বেশ দুরূহ হয়ে পড়েছে।টিটিএন/আরআইপি

Advertisement