মিয়ানমারের একটি খনিতে ১৭৫ টন ওজনের বিশালাকৃতির একটি জেড পাথর পাওয়া গেছে। পাথরটি ১৪ ফুট উঁচু এবং ১৯ ফুট দীর্ঘ। এর বর্তমান বাজারমূল্য প্রায় এক কোটি ৭০ লাখ ডলার বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসির। দেশের উত্তরাঞ্চলীয় কাচিন প্রদেশের একটি খনিতে বিশালাকৃতির এই জেড পাথরটি পাওয়া গেছে।মিয়ানমারেই বিশ্বের সবচেয়ে ভাল জেড পাথর পাওয়া যায়। জেড পাথর স্বচ্ছ সবুজ রংয়ের হয়ে থাকে। মিয়ানমারের মোট জিডিপির অর্ধেকই আসে জেড শিল্প থেকে।জেড পাথরের সবচেয়ে বড় বাজার পার্শ্ববর্তী দেশ চীন, যেখানে এটিকে স্বর্গের পাথর হিসেবে আখ্যায়িত করা হয়। টিটিএন/এমএস
Advertisement