রাজনীতি

বিএনপি আন্দোলন ডেকে অফিসে ঘুমায়

বিএনপি আন্দোলন ডেকে পার্টি অফিসে কাঁথা-বালিশ নিয়ে ঘুমায় আর ব্রিফিং করে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিনি বলেন, ‘বিএনপির এক নেতা যখন ব্রিফিং করেন, তখন তাদের অফিসে একটা পিঁপড়াও পাওয়া যায় না। আর এবার ২০১৩ সালের মতো আন্দোলন করলে খবর আছে।’শিল্পকলা একাডেমিতে মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।কামরুল ইসলাম বলেন, ‘এবার ২০১৩ সালের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড করলে উপযুক্ত জবাব দেওয়া হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও জনগণের জানমালের নিরাপত্তা দিতে উপযুক্ত জবাব দেবে। দেশের মানুষ এখন শান্তিতে আছেন। সন্ত্রাসী কর্মকাণ্ড হবে না।’তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে ১৯৭১ সালের ঘাতকরাই খুন করেছে। আর এর নেপথ্যে ছিলেন জিয়া। ’৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার খুনিরাি আজও চারপাশে ঘুরে বেড়াচ্ছে।’খাদ্যমন্ত্রী বলেন, ‘এই মাস শোকের মাস, ভাবগাম্ভীর্যের মাস। খালেদা জিয়া আপনি এই মাসের ভাবগাম্ভীর্য বজায় রাখেন। লাফালাফি কম করবেন। ১৫ আগস্ট যখন আাপনি কেক কাটেন, তখন আপনার চেহারা হয় বীভৎস ও দানবীয়। এ সব বন্ধ করেন।’বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি মোবারক আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ঢাকা মহানগর নেতা চিত্তরঞ্জন দাস, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

Advertisement