আন্তর্জাতিক

ব্রিকস সম্মেলনে মোদি-জিনপিংয়ের বৈঠক

ব্রিকস সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার গোয়ায় ওই বৈঠক করেছেন তারা। জিনপিং ও মোদির এই দ্বিপাক্ষিক বৈঠকে ভারতের এনএসজি সদস্যপদসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এক টুইট বার্তায় মোদি বলেন, চীনা প্রেসিডেন্টের সঙ্গে তার বৈঠক ফলপ্রসূ হয়েছে।এই বৈঠকের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ জানিয়েছেন, ভারতের আপত্তির বিষয়গুলি চীন জানে। এই বৈঠকে মূলত সন্ত্রাসবাদ ও এনএসজি নিয়ে কথা বলেছেন দুই রাষ্ট্রপ্রধান। সন্ত্রাসবাদের পাশাপাশি এনএসজিতে ভারতের স্থান পাওয়ার বিষয়টি নিয়ে কথা বলেছেন মোদি। বৈঠকে প্রধানমন্ত্রী মোদি বলেন, কোনও দেশই সন্ত্রাসের বিপদ থেকে মুক্ত নয়। তাই সন্ত্রাস দমনে ভারত ও চীনের সহযোগিতা বাড়ানো দরকার। ওই বৈঠকে মাসুদ আজহারের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা জারি করার বিষয়েও আলোচনা হয়। মোদি ও জিনপিংয়ের এই বৈঠকের পর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে চীনের ইয়াং জিয়েচির বৈঠক হবে বলে জানা গেছে। ওই বৈঠকে মাসুদ আজহার প্রসঙ্গে আলোচনা করা হবে।বর্তমানে ব্রিকস সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ আরো বেশ কয়েকটি দেশের শীর্ষ নেতারা গোয়ায় অবস্থান করছেন। টিটিএন/এমএস

Advertisement