দেশজুড়ে

বরেন্দ্র অঞ্চলের ৪৬০ ডাকঘরে ই-সেবা চালু

বরেন্দ্রখ্যাত রাজশাহী অঞ্চলের ৪৬০ ডাকঘরে এরই মধ্যে চালু হয়েছে ই-সেবা। এতে তথ্য প্রযুক্তির সেবা পাচ্ছে তৃণমূলের জনগণ। অবশিষ্ট ডাকঘরগুলোতেও শিগগিরই চালু হচ্ছে এ সেবা। রাজশাহী পোস্টাল বিভাগের হিসাব মতে, রাজশাহী, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জে ৪৮২ টি ডাকঘর। এরই মধ্যে ৪৬০টি রূপান্তর হয়েছে পোস্ট ই-সেন্টারে। এর মধ্যে রাজশাহী জেলার ১৩৬টি ডাকঘরে চালু হয়েছে ই-সেবা। বাকিগুলো আগামী বছরের মধ্যেই ই-সেবার আওতায় চলে আসবে।সংশ্লিষ্টদের ভাষ্য মতে, ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে জনগণের দোরগোড়ায় সরকার পৌঁছাচ্ছে বিভিন্ন সেবা। এরই মধ্যে আধুনিকায়ন হয়েছে রাজশাহীর ডাকঘরগুলো। শহরের পাশাপাশি গ্রামের ডাকঘরগুলোও হয়ে উঠছে পোস্ট ই-সেন্টার। তৃণমূলে তথ্য আদান প্রদানে ডিজিটাল সেবা সহজেই পৌঁছে দিচ্ছে এসব ডাকঘর। হাতের কাছে ডিজিটাল সেবা পেয়ে খুশি জনগণ। সবমিলিয়ে দেশের প্রায় সাড়ে ৮ হাজার ডাকঘরকে ই-সেন্টারের আওতায় আনা হবে। এর মধ্যে সাড়ে ৫ হাজার ডাকঘর ই-সেন্টারের আওতায় চলে এসেছে। এ বিষয়ে জেনারেল পোস্ট অফিস (জিপিও) রাজশাহীর সিনিয়র পোস্ট মাস্টার এমদাদুল বারী জানান, শহরের লোকজন ও গ্রামের লোকজনের মধ্যে ডিজিটাল সেবা পাওয়ার সমতা আনতে ডাকঘরগুলো আধুনিকায়ন করে যাচ্ছে সরকার। সরঞ্জাম হিসেবে ডাকঘরগুলোতে ল্যাপটপ, স্কানার, প্রিন্টার ইত্যাদি পৌঁছে দেয়া হয়েছে।তিনি আরো জানান, ডাকঘরগুলোর সেবার মধ্যে অন্যতম সেবা দিচ্ছে কম্পিউটার প্রশিক্ষণ ও মোবাইল মানি অর্ডার। স্বল্পমূল্যে এই প্রশিক্ষণ শেষে একটি সরকারি সনদপত্র প্রদান করা হবে বলেও তিনি জানান। সনদপত্রগুলো কেন্দ্রীয় পোস্টাল একাডেমি রাজশাহী থেকেই প্রদান করা হবে। সেবা প্রদানের এই পোস্ট ই-সেন্টার শতভাগ সময় উপযোগী এবং কার্যকরী হয়েছে বলে ধারণা করছেন সেন্টারগুলোর উদ্যোক্তারা। সেন্টারগুলোতে জনগণের বেশ সাড়াও পাচ্ছেন তারা। প্রথমদিকে লোকজন পোস্ট ই-সেন্টারের সেবা সম্পর্কে ধারণা না থাকায় তেমন উপস্থিতি না হলেও কাজের জন্য এখন অধিকাংশ মানুষ সেখানে আসছে। সেন্টারগুলোতে তারা সাশ্রয়ী মূল্যে কম্পিউটার প্রশিক্ষণ থেকে শুরু করে কৃষি, চাকরি বিষয়ক তথ্যসহ বিভিন্ন সেবা পাচ্ছে।পোস্ট ই-সেন্টার উদ্যোক্তা গোলাম রাব্বানী তুহিন বলেন, সেন্টারগুলোতে মানুষের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। তবে প্রচারণা না থাকায় এখনো অনেকে এ সম্পর্কে জানেন না। এ নিয়ে আরো বেশি প্রচার প্রচারণা চালানোর তাগিদ দেন এ উদ্যোক্তা।

Advertisement

এসএস/আরআইপি