রাজনীতি

‘শি জিনপিং-খালেদা বৈঠকই প্রমাণ করে এই সরকার অনির্বাচিত’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে বেগম খালেদা জিয়ার বৈঠক প্রমাণ করে যে বর্তমান পার্লামেন্ট (সরকার) জনগণ দ্বারা নির্বাচিত নয়।শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপার) আয়োজনে চীনের প্রেসিডেন্টের বাংলাদেশ সফর-ভূ-আঞ্চলিক রাজনীতির নতুন বার্তা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, একটা দেশের রাষ্ট্রপতি অন্য দেশে গেলে সে দেশের সরকার প্রধানের সঙ্গে সঙ্গে সংসদের বিরোধী দলের প্রধানের বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু চীনের রাষ্ট্রপতি বর্তমান সরকারের তথাকথিত বিরোধী দলের নেতার সঙ্গে বৈঠক না করে বিএনপির প্রধান বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন। এতে এটাই প্রমাণ হয় যে, চীনও স্বীকার করে নিলো বর্তমান সরকার জনগণ দ্বারা নির্বাচিত নয়। চীনের প্রেসিডেন্ট দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব চান বলে মন্তব্য করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, এই সফরে দুই দেশের মানুষের স্বার্থ রক্ষা হবে।তিনি বলেন, চীনের রাষ্ট্রপতির বাংলাদেশ সফর বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যান্ত তাৎপর্যপূর্ন। বাংলাদেশ ও চীন মনে করে তারা প্রতিবেশি। চীনের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক অনেক ভাল। চীন পৃথিবীর এক নম্বর অর্থনৈতিক শক্তিতে রুপান্তরিত হয়েছে। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক কিছুই আছে। চীন আমাদেরকে সব সময় সহযোগিতা করেছে। চীন ও বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব একই রকম। চীন যদি এত উন্নতি করতে পারে তাহলে আমরা কেন পারব না। অর্থনৈতিক উন্নতির জন্য একটি সুষ্ঠু রাজনীতি প্রয়োজন। যদিও বাংলাদেশ সরকার মানুষকে বোঝাতে চেষ্টা করেছেন যে বাংলাদেশের প্রবৃদ্ধি ভাল।চীন কিভাবে প্রবৃদ্ধির ক্ষেত্রে ডাবল ফিগার করে সেখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে। চায়না বিশ্বের শান্তির রাজনীতির উপর গুরুত্বারোপ করেছেন। বাংলাদেশ আজকে আধিপত্যবাদের শিকার। আমরা পানির ন্যায্য হিস্যা পাচ্ছি না। আমাদের ভৌগলিক অবস্থা তিনদিকে ভারত। আমাদের জনসংখ্যা ১৬ কোটি এবং আমাদের সামনে রয়েছে বঙ্গোপসাগর। আমরা ভূ-রাজনৈতিক এলাকায় বসবাস করছি। আমাদের এখানে কমমূল্যে শ্রম পাওয়া যায়। চীনের রাষ্টপতি দুই দেশের জনগণের মধে বন্ধুত্ব চান। আলোচনা সভায় জাগপার সাবেক সভাপতি শফিউল আলম প্রধান বলেন, সাম্প্রতিককালে এটা একটি ঐতিহাসিক মুহূর্ত। আমাদের জন্য আনন্দদায়ক মুহূর্তে। চীনের প্রেসিডেন্ট বেগম খালেদার জিয়ার সঙ্গে আলোচনা করেছেন। তখন খন্দকার মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন। এমইউএইচ/এআরএস/এমএস

Advertisement