আন্তর্জাতিক

এবোলা ভাইরাস প্রতিরোধে ২০ কোটি ডলারের তহবিল

পশ্চিম আফ্রিকার দেশগুলোতে এবোলা ভাইরাস প্রতিরোধে ২০ কোটি মার্কিন ডলারের জরুরি তহবিল করার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। তহবিলের এই অর্থ লাইবেরিয়া, সিয়েরালিওন, গিনি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মধ্যে বণ্টন করা হবে বলে।পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশের নেতারা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এবোলা সঙ্কট নিয়ে আলোচনার পর এ ঘোষণা দিল বিশ্বব্যাংক। বৈঠকে বিভিন্ন দেশের ৩৫ জন প্রেসিডেন্ট উপস্থিত ছিলেন।বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ও এবোলা বিশেষজ্ঞ জিম ইয়ং কিম জানিয়েছেন,  ভাইরাসটি ছড়িয়ে পড়ায় আমি ভীষণ মর্মাহত। এই ভাইরাসটি লাইবেরিয়া, সিয়েরালিওন ও গিনির মতো দুর্বল স্বাস্থ্য ব্যবস্থার দেশগুলোকে আরও নাজুক করে দিতে পারে।এই ভাইরাসের প্রাদুর্ভাব এখনই ঠেকাতে না পারলে অনেক মানুষের জীবন হুমকিতে পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেন জিম তিনি।তহবিলের অর্থ দিয়ে স্বাস্থ্যকর্মীদের বেতন, এবোলা সংক্রমণ নিয়ে প্রচলিত গুজব দূর করার পাশাপাশি এবোলা আক্রান্ত রোগীদের তাৎক্ষণিকভাবে চিকিৎসার ব্যবস্থা করতে স্বল্পমেয়াদে অর্থ বরাদ্দ করা হবে বলে জানা গেছে। পাশাপাশি যেসব দেশে এবোলা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে সেসব দেশগুলোতে দীর্ঘমেয়াদে অর্থনৈতিক সহায়তাও দেওয়া হবে এই তহবিল থেকে।বরাদ্দের বিষয়টি বর্তমানে বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদনের অপেক্ষায় আছে। চলতি সপ্তাহেই এটি অনুমোদন হতে পারে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।এদিকে লাইবেরিয়ার সরকার এবোলা সংক্রমিত মৃত ব্যাক্তিদের পুড়িয়ে ফেলার নির্দেশ দিয়েছে। তবে অধিকাংশ সম্প্রদায়ের মানুষ এই নির্দেশ মানতে নারাজ। মৃতদের প্রচলিত রীতি অনুসারে মাটিতে কবর দেয়ার পক্ষে মত দিয়েছেন তারা। বিবিসি

Advertisement